shono
Advertisement

স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ, পুলিশের দ্বারস্থ অভিনেত্রী শ্বেতা তিওয়ারি

অভিযোগের ভিত্তিতে অভিনব কোহলিকে থানায় ডেকে চার ঘণ্টা জেরা করল পুলিশ৷ The post স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ, পুলিশের দ্বারস্থ অভিনেত্রী শ্বেতা তিওয়ারি appeared first on Sangbad Pratidin.
Posted: 09:37 PM Aug 12, 2019Updated: 09:56 PM Aug 12, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী অভিনব কোহলির বিরুদ্ধে মারধরের অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেন বিখ্যাত টেলি অভিনেত্রী শ্বেতা তেওয়ারি৷ এই মর্মে মুম্বইয়ের সমতানগর থানায় একটি এইআইআর দায়ের করলেন ‘কাসৌটি জিন্দেগি কি’ খ্যাত এই অভিনেত্রী৷ অভিযোগের ভিত্তিতে অভিনব কোহলিকে থানায় ডেকে চার ঘণ্টা জেরা করল পুলিশ৷

Advertisement

[ আরও পড়ুন: ‘ড্রিম গার্ল’ ছবির ট্রেলারে ‘নায়িকার ভূমিকায়’ নজর কাড়লেন আয়ুষ্মান]

জানা গিয়েছে, অভিনবের সঙ্গে দ্বিতীয় বিয়ের এক বছর পর থেকেই, তাঁদের মধ্যে ঝামেলার সূত্রপাত হয়৷ যদিও বিষয়টি প্রথমে গুজব বলে উড়িয়ে দেন তাঁরা৷ কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে উভয়ের মধ্যের ফাটল৷ যা চলতি সপ্তাহে স্পষ্ট হল৷ এদিন, মেয়ে পালক ও মা’কে নিয়ে সমতা নগর থানায় ঢুকতে দেখা যায় অভিনেত্রীকে৷ এরপরই জানা যায়, স্বামী অভিনবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শ্বেতা৷ সূত্রের খবর, পুলিশকে দেওয়া বয়ানে তাঁর এবং মেয়ে পালকের উপর অভিনবর অকথ্য অত্যাচারের বর্ণনা দিয়েছেন টেলি অভিনেত্রী৷ জানিয়েছেন, মদের নেশায় মত্ত হয়ে মেয়েকে মারধর করত তাঁর স্বামী৷ শারীরিক ও মানসিক অত্যাচার চালাত তাঁর উপরেও৷

[ আরও পড়ুন: ‘এতটা নির্দয় হবেন না!’, ইনস্টাগ্রামে অবসাদগ্রস্ত পোস্ট গায়িকা নেহা কক্করের ]

জানা গিয়েছে, অভিনবের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা দায়ের করে পুলিশ৷ থানায় নিয়ে আসা হয় তাঁকে৷ অভিযোগকারী শ্বেতাব ও তাঁর মেয়ে পলকের উপস্থিতিতে চার ঘণ্টা ধরে অভিনবকে জেরা করে পুলিশ৷ উল্লেখ্য, অভিনেতা রাজা চৌধুরির সঙ্গে বিচ্ছেদের পর ২০১৩-তে অভিনব কোহলির সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন টেলি অভিনেত্রী শ্বেতা তিওয়ারি৷ ২০১৬-তে দ্বিতীয়বার মা হন তিনি৷

The post স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ, পুলিশের দ্বারস্থ অভিনেত্রী শ্বেতা তিওয়ারি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement