সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঁচে থাকতে এবং একবেলার খাবার জোটাতে প্রত্যেকদিন তাঁদের যে লড়াইটা করতে হয়, তা এক কথায় অবর্ণনীয়৷ কেবল নিজের পেট ভরানোই নয়, তাঁদের কাঁধে রয়েছে দেশরক্ষার মতো গুরুদায়িত্ব৷ আর দিনের পর দিন প্রকৃতির করাল রোষের ভ্রুকুটি এড়িয়ে এভাবেই মাইনাস ৪০ থেকে মাইনাস ৭০ ডিগ্রি উষ্ণতায় দেশের সেবায় জীবনপাত করেছেন ভারতীয় জওয়ানরা৷ সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই লড়াইয়েরই একটি খণ্ডচিত্র৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে বিশ্বের সর্বোচ্চ রণক্ষেত্র সিয়াচেনে ভারতের বীর সন্তানদের রোজকার লড়াইয়ের ভিডিও৷
[ আরও পড়ুন: সন্দেশখালির ঘটনায় তৎপর স্বরাষ্ট্র মন্ত্রক, অমিত শাহকে রিপোর্ট দিলেন মুকুল রায় ]
সম্প্রতি প্রকাশিত ভিডিওতে রোজকার লড়াইয়ের বর্ণনা দিয়েছেন সিয়াচেনে কর্মরত ভারতীয় সেনার তিন জওয়ান৷ হিমাঙ্কের বহুগুণ নীচে থাকা উষ্ণতায় একবেলার খাবার জোটাতে রোজ কীভাবে তাঁদের পরিশ্রম করতে হয়, ভিডিওটিতে সেই বর্ণনাই করেছেন তাঁরা৷ ভিডিওতে ওই তিন জওয়ান দেখিয়েছেন, রান্না তো দূরের কথা, সামান্য ফলের জুস খেতেও কষ্ট করতে হয় তাঁদের৷ কারণ, প্রচণ্ড ঠান্ডায় প্যাকেটের মধ্যে ফলের রস এতটাই জমাট বেঁধে যায় যে, সেটা বের করতে রীতিমতো ছুড়ি, হাতুড়ির প্রয়োজন পড়ে৷ বরফের শক্ত ডেলার মতো জমাট বেঁধে থাকা ফলের রস ভাঙতে দরকার পড়ে হাতুড়ির৷ তারপর সেই বরফের ডেলাকে ফুটিয়ে খেতে পারেন তাঁরা৷ সামান্য ডিম সিদ্ধ করতে গেলেও একই কষ্ট করতে হয় বলে দাবি জওয়ানদের৷ ভিডিওটিতে পরীক্ষামূলক ভাবে তাঁরা দেখিয়েছেন যে, মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াসে সামান্য ডিম ফাটাতে গেলেও প্রয়োজন পড়ে সেই হাতুড়ির৷ তাঁদের দাবি, কোনও কোনও সময় সজোরে আঘাত করলেও ডিমের গায়ে সামান্যতম আঁচড়ও পড়ে না৷ যাকে মজার ছলে তাঁরা ‘হিমবাহের ডিম’ বলে উল্লেখ করেছেন৷ তাঁদের মতে, সিয়াচেনে জীবন অতিবাহিত করা যুদ্ধের থেকে কম কিছু নয়৷
[ আরও পড়ুন: AN-32 বিমানের খোঁজ দিতে পারলে ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা বায়ুসেনার ]
সোশ্যাল মিডিয়ায় জওয়ানদের রোজকার এই জীবনযুদ্ধের ভিডিও ভাইরাল হওয়ায়, নেটিজেনরা ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়েছে৷ বিভিন্ন সময় একাধিক ছোট ইস্যুতেও ভারতীয় সেনাকে সমালোচনার মুখে পড়তে হয়৷ এই জীবন সংগ্রামের ভিডিও, সেই সমস্ত সমালোচকদের মুখের উপর সপাটে দেওয়া উত্তর বলেই দাবি করেছেন নেটিজেনদের একাংশ৷ প্রসঙ্গত, ২০১৪-য় দিল্লির ক্ষমতায় আসার পর থেকে একাধিকবার সিয়াচেনে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন তিনি৷ দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরও একইভাবে সিয়াচেনকে বিশেষ গুরুত্ব দিয়েছে মোদি সরকার ২.০৷ প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর প্রথমেই সিয়াচেন সফরে গিয়েছেন রাজনাথ সিং৷ সফরকালে ভারত-পাক সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেছেন রাজনাথ সিং। খোঁজ নিয়েছেন বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে কর্মরত সেনা জেওয়ানদের৷
The post মাইনাস ৭০ ডিগ্রিতে হাতুড়ির সাহায্যে ফাটছে ডিম! প্রকাশ্যে সিয়াচেনে জওয়ানদের দিনলিপি appeared first on Sangbad Pratidin.