shono
Advertisement

স্বচ্ছতার তালিকায় শীর্ষে সিকিম

পরিচ্ছন্নতার নিরিখে শ্রেষ্ঠত্ব প্রমাণ করল সিকিম৷ The post স্বচ্ছতার তালিকায় শীর্ষে সিকিম appeared first on Sangbad Pratidin.
Posted: 08:36 PM Sep 10, 2016Updated: 03:06 PM Sep 10, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচ্ছন্নতার নিরিখে শ্রেষ্ঠত্ব প্রমাণ করল সিকিম৷ সম্প্রতি ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিসের তরফ থেকে দেশের ২৬টি রাজ্যের স্বাস্থ্যব্যবস্থার উপর এক সমীক্ষা চালানো হয়েছিল৷ আর সেই সমীক্ষাতেই জানা গিয়েছে পরিচ্ছন্নতার নিরিখে সিকিম সবচেয়ে এগিয়ে৷ ১০০-র মাপকাঠিতে ৯৮.২ নম্বর পেয়ে যেখানে প্রথম স্থানে রয়েছে সিকিম, সেখানে ৯৬.৪ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কেরল৷

Advertisement

পরিচ্ছন্নতার নিরিখে যখন সিকিম এবং কেরল একে অপরকে কড়া টক্কর দিচ্ছে, সেখানে অপরিচ্ছন্নতার নিরিখে যেন সবচেয়ে এগিয়ে রয়েছে ঝাড়খণ্ড! এর পাশাপাশি, ছত্তিশগড়, তামিলনাড়ু, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, কর্নাটক এবং জম্মু ও কাশ্মীরের মতো রাজ্যগুলিও পরিচ্ছন্নতার দিক থেকে বেশ পিছিয়ে রয়েছে৷

নরেন্দ্র মোদির রাজ্য গুজরাত মাঝামাঝি ফল করেছে সমীক্ষায়৷ তার স্থান ১৪৷

বৃহস্পতিবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিং তোমর এই ফলাফল প্রকাশ করে জানিয়েছেন, “২০১৫ সালের মে ও জুন মাসে চালানো হয়েছিল এই সমীক্ষা৷ মধ্যবর্তী সময়ে এই অঞ্চলগুলিতে মানুষ পরিচ্ছন্নতা নিয়ে সচেতন হয়েছে বলে মনে করি৷”

প্রসঙ্গত, গত বছর ৩,৭৮৮ টি গ্রামের ৭৩,১৭৬ টি পরিবারের উপর সমীক্ষা চালানো হয়েছিল৷ প্রতি বাড়িতে শৌচাগার আছে কিনা সেই পরিসংখ্যানের উপর নির্ভর করে সমীক্ষার ফল প্রকাশ করা হয়েছে৷

The post স্বচ্ছতার তালিকায় শীর্ষে সিকিম appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement