shono
Advertisement
Singer Assault

নামী হোটেলে সঙ্গীতশিল্পীর শ্লীলতাহানি! ধৃত ২

প্রগতি ময়দান থানায় দায়ের হয়েছে অভিযোগ।
Published By: Suparna MajumderPosted: 11:44 AM Sep 04, 2024Updated: 04:26 PM Sep 04, 2024

অর্ণব আইচ: আর জি কর নিয়ে আন্দোলন চলছে। এর মধ্যেই শহর কলকাতায় শ্লীলতাহানির (Assault) অভিযোগ। বাইপাস লাগোয়া বহুজাতিক হোটেলে এক সঙ্গীতশিল্পীর (Singer) শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। প্রগতি ময়দান থানায় দায়ের হয়েছে অভিযোগ। ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেই খবর।

Advertisement

অভিযোগ, ২ আগস্ট প্রায় মাঝরাতে ঘটনাটি ঘটে সায়েন্স সিটির কাছে থাকা এক নামী বহুজাতিক হোটেলে। সেখানে জন্মদিনের এক পার্টি চলছিল। শিল্পী ও তাঁর বোন হেনস্তার শিকার হন। ডান্স ফ্লোরে তাঁদের সঙ্গে অশালীন আচরণ করা হয়। হুমকিও নাকি দেওয়া হয়। অভিযোগ পেয়েই বিষয়টির তদন্ত শুরু করে প্রগতি ময়দান থানার পুলিশ। ইতিমধ্যেই নাকি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

[আরও পড়ুন: প্রতিবাদে হাসি কেন? প্রশ্ন উঠতেই স্বস্তিকার পালটা, ‘পিরিয়ড হলে…’]

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর বিচারের দাবিতে আন্দোলন মুখর গোটা শহর। এর মধ্যেও অভিযোগের পর অভিযোগ। কিছুদিন আগে দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউয়ের রাস্তায় এক বাইক আরোহীর হাতে আক্রান্ত হন টলিউড অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়। পায়েলকে হেনস্তা এবং গাড়ি ভাঙার অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়। জানা যায়, অভিযুক্ত বাইক আরোহী সেনা অফিসার। যাঁর নাম এম. আরাসান।

ফেসবুকের মাধ্যমে বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছিলেন পায়েল। অভিনেত্রীর দাবি, "বাইকটা আমার গাড়িতে ধাক্কা দেয়। আমিই ড্রাইভ করছিলাম। ছেলেটা আমার গাড়ির কাছে এসে জানলা খুলতে বলে। শ্লীলতাহানির ভয়ে আমি স্বাভাবিকভাবেই গাড়ির জানলা খুলিনি। তারপরই ছেলেটি এসে আমার গাড়ির জানলায় ঘুঁষি মেরে কাচ ভেঙে দেয়। পুলিশ এসে আমাকে উদ্ধার করে।" যদিও সেনা অফিসারের পালটা দাবি ছিল, অভিনেত্রী পায়েলই গাড়ি দিয়ে তাঁর বাইককে ধাক্কা দেন। পায়েলের ঘটনাটি আগস্ট মাসের শেষের দিকেই ঘটেছিল। সেপ্টেম্বরের শুরুতেই আবার সঙ্গীতশিল্পীর শ্লীলতাহানির অভিযোগ। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ। 

[আরও পড়ুন: স্টেথোর জোরেই ঋজু শিরদাঁড়া, পর্দার নায়ক কিঞ্জল যখন তিলোত্তমায় বিপ্লবের দিশারী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাইপাস লাগোয়া বহুজাতিক হোটেলে এক সঙ্গীতশিল্পীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
  • ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেই খবর।
Advertisement