shono
Advertisement

Breaking News

হ্যাক হল জয়তী চক্রবর্তীর ফেসবুক পেজ, নেপথ্যে কি বঙ্গ সম্মেলনে হেনস্তার প্রতিবাদ?

ফেসবুক লাইভে হেনস্তার প্রতিবাদে গর্জে উঠেছিলেন জয়তী।
Posted: 03:44 PM Jul 06, 2023Updated: 03:52 PM Jul 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের বঙ্গ সম্মেলন অর্থাৎ নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স ২০২৩-এর আসর বসেছে আমেরিকার নিউ জার্সির অ্যাটলান্টিক সিটিতে । যোগ দিয়েছেন বাংলার খ‌্যাতনামা ব‌্যক্তিত্বরা। তবে এ বছর অনুষ্ঠানে চূড়ান্ত অব‌্যবস্থার অভিযোগ উঠেছে। রীতিমতো হেনস্তার শিকার হয়েছেন সংগীতশিল্পী জয়তী চক্রবর্তী। ফেসবুক লাইভে হেনস্তার প্রতিবাদে গর্জে উঠেছিলেন জয়তী। আর এবার জানা গেল হঠাৎ শিল্পীর ফেসবুক হ্যাক করা হয়েছে। প্রশ্ন উঠছে, ফেসবুক পেজ হ্যাক হওয়ার নেপথ্যে কী রয়েছে এই প্রতিবাদ? বঙ্গ সম্মলনের অব্য়বস্থার বিরুদ্ধে সরব হওয়ার কারণেই এধরনের সমস্য়ার  সম্মুখীন হতে গেল শিল্পীকে?

Advertisement

সংবাদ প্রতিদিনের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল জয়তী চক্রবর্তীর স্বামী বিক্রম ভট্টাচার্য সঙ্গে। তিনি জানান, ”সকালে জানতে পারি যে ফেসবুক পেজ থেকে জয়তী লাইভ করেছিল, তা হ্যাক হয়েছে। জয়তীর পুরো সোশ্য়াল মিডিয়ার ব্যাপারটা দেখে বেঙ্গল ওয়েব সলিউশন নামে এক সংস্থা। এরা মেটার সঙ্গে যোগাযোগ করেছে। তাঁরা জানিয়েছে, এই পেজটা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঠিক হয়ে যাবে।” এই ঘটনার সঙ্গে কী বঙ্গ সম্মেলনের কোনও যোগ রয়েছে? এর উত্তরে বিক্রম জানান, ”এখনই সেটা বলা সম্ভব নয়। বুঝতে পারছি না। পেজটা ঠিক হয়ে গেলে, যদি মেটার থেকে জানতে পারি, তাহলে ব্যাপারটা স্পষ্ট হবে। ”

[আরও পড়ুন: শ্রাবন্তীর জন্যই জিতুর সঙ্গে সম্পর্কে ভাঙন? মুখ খুললেন নবনীতা]

 

ঠিক কী ঘটেছিল জয়তীর সঙ্গে?

সোশ‌্যাল মিডিয়ায় এক নেটিজেনের পোস্ট থেকে জানা যায়, শিল্পীকে এবং তাঁর মিউজিশিয়ানদের হোটেল থেকে বিতাড়িত করা হয়েছে। তাঁদের ফেরার টিকিট বুকিং ছিল ৫ জুলাই। কিন্তু হোটেল রিজার্ভেশন করা ছিল এদিন সকাল পর্যন্ত। অসহায় শিল্পী তখন নিরুপায় হয়ে আগামী দু’দিন নিউ জার্সিতে থাকার জন‌্য মার্কিন মুলুকে পরিচিতদের সাহায‌্য নেন। তাঁদের অতিথেয়তায় শিল্পী আপাতত সেখানেই দিন কাটাচ্ছেন।

প্রসঙ্গত, বঙ্গ সম্মেলনে অব‌্যবস্থা নতুন কিছু নয়, অনেকের মতে এটা হয়েই থাকে। গত বছরের অভিজ্ঞতাও বেশ খারাপ। এইসব কারণেই অনেকে বছর বছর আমন্ত্রণ পেলেও যেতে চান না। প্রসঙ্গত, পণ্ডিত অজয় চক্রবর্তীও এবার গিয়েছেন বঙ্গসম্মেলনে। তিনি মার্কিন মুলুকে থাকায় কন‌্যা কৌশিকী চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, “বাবার সঙ্গে এব‌্যাপারে কোনও কথা হয়নি। তাই বলতে পারব না। তবে ওখানে বঙ্গসম্মেলনে অব‌্যবস্থা নতুন নয়। এই জন‌্যই বিগত আট-নয় বছর আমি যাই না। কর্তৃপক্ষ জানেন যে, বঙ্গসম্মেলনে আমি নেই। আমার পূর্ব অভিজ্ঞতার কারণে আমি না বলি।”

সোশ‌্যাল মিডিয়ায় আরও অনেকে ক্ষোভ উগরে দিয়েছেন এই বিষয়ে। জনৈক ব‌্যক্তি এমনও লিখেছেন, “… এবার সব সীমা ছাড়িয়ে গিয়েছে। মানুষ খাবারের কুপন নিয়েও খাবার পায়নি, সবাই ভেন‌্যুতে পৌঁছে যাওয়ার পর জানতে পারল ভেন‌্যু বদল হয়ে গিয়েছে, আবার ১৫ মিনিট ড্রাইভ করে সেখানে যায় বাঙালি! এরপর সেখানে গিয়ে জানতে পারে রেজিস্ট্রেশন আর তার আনুষাঙ্গিক শনিবারের আগে হবে না আর সব প্রোগ্রামই হয় বন্ধ, নয় কখন হবে কেউ জানে না… কর্মকর্তারা উধাও আর না হলে বলছে ওনারা জানাবেন মানুষকে… আরও ধৈর্য ধরতে হবে কারণ এত অব‌্যবস্থা বাঙালিরাই দেখে আসছে বছর বছর কিন্তু কেউ কিছু বলছে কি?” উল্লেখ্য, এবারে অনেক প্রতিষ্ঠিত বাঙালি সেখানে গিয়েছেন এবং এই মুহূর্তে তাঁরা মার্কিন মুলুকেই রয়েছেন।

তবে জয়তী ফিরে আসছেন। শুক্রবারই কলকাতায় পা রাখবেন শিল্পী। আশা করা যায় তার আগে শিল্পীর ফেসবুক পেজের সমস্য়া মিটে যাবে।

[আরও পড়ুন: “আহা! অবিকল অমিতাভ-মৌসুমী”, ‘রিমঝিম গিরে সাওন’ গানের স্মৃতি ফেরালেন বৃদ্ধ দম্পতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement