shono
Advertisement

Breaking News

দেশে একদিনে করোনা আক্রান্ত প্রায় ৪৮ হাজার, এখনও পর্যন্ত সুস্থ সাড়ে ন’লক্ষ

বিশ্বের সবচেয়ে দ্রুতহারে সংক্রমণ বাড়ছে ভারতে, দাবি আন্তর্জাতিক সংস্থার। The post দেশে একদিনে করোনা আক্রান্ত প্রায় ৪৮ হাজার, এখনও পর্যন্ত সুস্থ সাড়ে ন’লক্ষ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:51 AM Jul 28, 2020Updated: 10:00 AM Jul 28, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবারই এক আন্তর্জাতিক সংস্থার সমীক্ষায় দাবি করা হয়েছে এই মুহূর্তে বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুতহারে করোনা সংক্রমণ হচ্ছে ভারতে। দেশে প্রায় নিয়মিতভাবে ৪৫ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। ব্যতিক্রম হল না মঙ্গলবারও। স্রেফ গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হলেন সাড়ে ৪৭ হাজারেরও বেশি মানুষ। যা রীতিমতো চিন্তা বাড়াচ্ছে। তবে এসবের মধ্যে স্বস্তির খবর একটাই। সেটা হল করোনাজয়ীর সংখ্যা। দেশে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে তেমনি বাড়ছে সুস্থতার হারও।

Advertisement

মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৭ হাজার ৭০৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৮৩ হাজার ১৫৭ জন। এদের মধ্যে ৯ লক্ষ ৫২ হাজার ৭৪৪ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ৪ লক্ষ ৯৬ হাজার ৯৮৮ জন। এই নিয়ে টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে প্রতিদিন ৪৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। সংক্রমণের নিরিখে এখনও বিশ্বে তৃতীয় স্থানে থাকলেও প্রতিদিন এই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের।

[আরও পড়ুন: দেশের ৫টি জায়গায় হবে অক্সফোর্ডের ভ্যাকসিনের ট্রায়াল, ‘বড় পরিকল্পনা’ কেন্দ্রের]

আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬৫৪ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৩৩ হাজার ৪২৫ জনে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের মৃত্যুহার এখনও খানিকটা কম। সেটাই আতঙ্কের মধ্যে খানিকটা স্বস্তি দিচ্ছে।

The post দেশে একদিনে করোনা আক্রান্ত প্রায় ৪৮ হাজার, এখনও পর্যন্ত সুস্থ সাড়ে ন’লক্ষ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement