shono
Advertisement

মরে গেলেও গ্রাহকদের টাকা ফেরত, বিল্ডারদের নির্দেশ সুপ্রিম কোর্টের

সময়মতো ফ্ল্যাট না পেলে বিনিয়োগকারীকে টাকা ফেরতের নির্দেশ... The post মরে গেলেও গ্রাহকদের টাকা ফেরত, বিল্ডারদের নির্দেশ সুপ্রিম কোর্টের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:18 PM Sep 07, 2016Updated: 05:48 PM Sep 07, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাঁরা নিজেদের কষ্টার্জিত টাকা ফ্ল্যাট কিনতে বিনিয়োগ করেছেন, সময়মতো ফ্ল্যাট না পেলে তাঁদের টাকা ফেরত দিতে হবে, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের৷ মঙ্গলবার নয়ডার এমারেল্ড টাওয়ার প্রজেক্টের শীর্ষ কর্তাদের সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, বিল্ডার বা কনস্ট্রাকশন সংস্থার আর্থিক দুরাবস্থা নিয়ে শীর্ষ আদালত ন্যূনতম চিন্তিত নয়৷ আদালতের যাবতীয় মাথাব্যথা বিনিয়োগকারীদের স্বার্থ নিয়ে৷ বিল্ডারের আর্থিক দুরাবস্থা চলছে বলে তারা গ্রাহকদের ফ্ল্যাট তৈরিতে দেরি করবে, এটা আদালত মেনে নেবে না৷ তাই বিল্ডার মারা গেলেও বা তাঁর সংস্থার সব টাকা জলে ডুবে গেলেও যাঁরা ফ্ল্যাট কিনতে টাকা বিনিয়োগ করেছেন, তাঁদের সমস্ত টাকা ফেরত দিতে হবে৷

Advertisement

আইনি জটিলতায় নয়ডায় সুপারটেক সংস্থার এমারেল্ড টাওয়ার প্রজেক্টের কাজে পিছিয়ে যাওয়ায় ১৭ জন গ্রাহক টাকা ফেরত চেয়ে মামলা করেন৷ সেই মামলায় গতকাল সুপ্রিম কোর্টের দুই বিচারপতি দীপক মিশ্র ও এ কে গোয়েলের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, আগামী চার সপ্তাহের মধ্যে ১৭ জন বিনিয়োগকারীর টাকা ফেরতের জন্য অভিযুক্ত সংস্থা কী ব্যবস্থা নিচ্ছে, তা লিখিতভাবে শীর্ষ আদালতে জমা দিতে হবে৷ পাশাপাশি ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশন বা এনবিসিসি-কে আদালতের নির্দেশ, এমারেল্ড টাওয়ার প্রজেক্ট আইনভঙ্গ করেছে কি না, তা খতিয়ে দেখার৷ সুপারটেক-কে নিয়ে গত কয়েক সপ্তাহে আদালত তৃতীয় কোনও রিয়েল এস্টেট জায়েন্টকে গ্রাহকের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিল৷ এর আগে একই অভিযোগ উঠেছিল ইউনিটেক ও পার্শ্ভনাথের (Parsvnath) বিরুদ্ধে৷ দুই সংস্থাই দাবি করেছিল, আর্থিক ক্ষতিতে চলায় তাদের পক্ষে গ্রাহকের টাকা ‘রিফান্ড’ করা সম্ভব নয়৷

The post মরে গেলেও গ্রাহকদের টাকা ফেরত, বিল্ডারদের নির্দেশ সুপ্রিম কোর্টের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement