shono
Advertisement

বর্ণবিদ্বেষের শিকার সিরাজ, সিডনির গ্যালারি থেকে উড়ে আসে এই দুই শব্দ

এদিকে আইসিসির নিয়ম ভেঙে শাস্তির মুখে অজি অধিনায়ক টিম পেইন।
Posted: 11:12 PM Jan 10, 2021Updated: 11:12 PM Jan 10, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কী হতে চলেছে সিডনি টেস্টের ফলাফল। সেই আলোচনাকেও ছাপিয়ে গিয়েছে চতুর্থ দিনে একদল দর্শকের কীর্তি। মহম্মদ সিরাজের (Mohammad Siraj) উদ্দেশে তাদের বর্ণবিদ্বেষমূলক মন্তব্যে তোলপাড় ক্রিকেট বিশ্ব। করোনা পরবর্তী যুগে ক্রিকেট মাঠে দর্শকদের গ্যালারিতে বসার অনুমতি দেওয়ার পরই এমন ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। তবে এর বিরুদ্ধে যৌথভাবে পদক্ষেপের কথা জানিয়েছে ভারত ও অস্ট্রেলিয়া বোর্ড। আর এরই মধ্যে এবার জানা গেল সিরাজকে ঠিক কোন ভাষায় আক্রমণ করা হয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: বিশ্রামে সৌরভ, আইসিসিতে ভারতীয় বোর্ডের প্রতিনিধি এবার জয় শাহ]

সিডনি টেস্টের চতুর্থ দিন চা পানের বিরতির কিছু আগে বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন টিম ইন্ডিয়ার (Team India) পেসার সিরাজ। অভিযোগ, তখন দর্শকাসন থেকে কয়েকজন অজি সমর্থক সিরাজকে উদ্দেশ্য করে লাগাতার বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করতে থাকে। এরপরই সিরাজ দলের বাকি সদস্যদের এবং অধিনায়ক রাহানেকে বিষয়টি জানান। দুই আম্পায়ার পল রাইফেল এবং পল উইলসনের কাছে অভিযোগ করেন রাহানে। নিরাপত্তাকর্মীদের সঙ্গে আলোচনা করে ৬ অজি সমর্থককে মাঠ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন দুই আম্পায়ার। যার জেরে প্রায় দশ মিনিট বন্ধ থাকে খেলা। বিসিসিআই সূত্রে খবর, সেই সময় গ্যালারি থেকে উড়ে এসেছিল ‘ব্রাউন ডগ’ এবং ‘বিগ মাঙ্কি’- এই দুটি শব্দ। যা বলার পর নিজেদের মধ্যে হাসাহাসিও করছিলেন ওই দর্শকরা। গোটা ঘটনার তদন্ত করছে আইসিসি। রিপোর্ট হাতে পেয়েই অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করবে অজি বোর্ড।

এদিকে এই বিতর্কের মধ্যেই আবার আইসিসির নিয়মভঙ্গের জন্য শাস্তির মুখে পড়তে হল অজি অধিনায়ক টিম পেইনকে। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কোড অফ কনডাক্টের ২.৮ নম্বর আর্টিক্যালের নিয়ম ভেঙেছেন পেইন। কী করেছেন তিনি? জানা গিয়েছে, তৃতীয় দিনের খেলা চলাকালীন আম্পায়ারের সঙ্গে অখেলোয়াড়চিত আচরণ করেন পেইন। যার জন্য তাঁর ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

[আরও পড়ুন: মুম্বইয়ের বিরুদ্ধে টুর্নামেন্টের হাইভোল্টেজ ম্যাচ, তার আগে কী বললেন এটিকে মোহনাবাগান কোচ?‌]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement