shono
Advertisement

Breaking News

Anis Khan: ওসিকে ছুটিতে পাঠালে গোপন জবানবন্দি কে নেবে? আনিস হত্যাকাণ্ডে প্রশ্ন হাই কোর্টের

আনিস হত্যাকাণ্ডে হাই কোর্টে রিপোর্ট পেশ সিটের।
Posted: 04:11 PM Mar 11, 2022Updated: 08:06 PM Mar 11, 2022

শুভঙ্কর বসু: আনিস খান হত্যাকাণ্ডের পর প্রায় একমাস হতে চলেছে। ছাত্রনেতা খুনে এখনও রহস্যের ভিড়। এই পরিস্থিতিতে কলকাতা হাই কোর্টে রিপোর্ট পেশ করল SIT। দু’সপ্তাহের পরিবর্তে ১৭ দিনের মাথায় কুড়ি পাতার রিপোর্ট জমা দিলেন তদন্তকারীরা। আমতার ওসিকে ছুটিতে পাঠালে গোপন জবানবন্দি কে নেবেন, প্রশ্ন বিচারপতি রাজাশেখর মান্থার।

Advertisement

গত ১৮ ফেব্রুয়ারি রাতে ছাত্রনেতা আনিস খানকে খুন করা হয় বলে অভিযোগ। পুলিশের পোশাক পরিহিত একজন-সহ মোট চারজন এদিন ছাত্রনেতার বাড়িতে আসে বলেই দাবি। তাই প্রথম থেকেই পুলিশি তদন্তের উপর আস্থা নেই বলেই দাবি করেন আনিসের বাবা সালাম খান। সিবিআই তদন্তের দাবিতে এখনও সরব তাঁরা। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম বা SIT গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

[আরও পড়ুন: গরু পাচার মামলায় অনুব্রতর আরজি খারিজ হাই কোর্টে, সিবিআই মোকাবিলায় এবার কী পদক্ষেপ?]

আনিস হত্যাকাণ্ডে কলকাতা হাই কোর্টে একটি মামলা দায়ের হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে SIT-কে রিপোর্ট জমার নির্দেশ দেওয়া হয়। হাই কোর্টের নির্দেশের ১৭ দিনের মাথায় রিপোর্ট জমা দিল সিট। ২০ পাতার রিপোর্ট জমা দেন তদন্তকারীরা। তবে কেন আমতার ওসি দেবব্রত চক্রবর্তীকে ছুটিতে পাঠানো হল, তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি রাজাশেখর মান্থার। ওসিকে ছুটি পাঠালে গোপন জবানবন্দি নেবেন কে? তবে রাজ্যের তরফে জানান হয়, ১৬৪ নম্বর ধারা অনুযায়ী এখনও কারও জবানবন্দি নেওয়া হয়নি। গোপন জবানবন্দি নিতে কেন এত দেরি করা হচ্ছে, পালটা প্রশ্ন করে আদালত।

এখনও পর্যন্ত আনিসের দ্বিতীয় ময়নাতদন্ত এবং নিহত ছাত্রনেতার ব্যবহৃত মোবাইল ফোনের ফরেনসিক রিপোর্ট এখনও জমা দেওয়া যায়নি। আরও ২ সপ্তাহ সময় নিয়েছেন উত্তর ২৪ পরগনার মুখ্য বিচারক রাই চট্টোপাধ্যায়। রিপোর্টের কপি আনিসের বাবার আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সোমবার ফের আনিস হত্যা মামলার শুনানি।

এদিকে, সিটের তদন্তে আরও একবার অসহযোগিতার অভিযোগ উঠল আনিসের পরিবারের বিরুদ্ধে। গত ১৮ ফেব্রুয়ারি রাতে নিহত ছাত্রনেতার বাবার সঙ্গে আনিসের পরিবারের কী কথা হয়েছিল, সেই কল রেকর্ড আনতে সিটের সদস্যরা যান। তবে আনিসের পরিবারের তরফে সেই কল রেকর্ড দেওয়া হয়নি। সিটের সদস্যরা বলেন, “ওই ফোন থেকেই পেনড্রাইভের মাধ্যমে কল রেকর্ডটি নেওয়া হবে।” কিন্তু আনিসের পরিজনেরা, পেনড্রাইভের মাধ্যমে কল রেকর্ড দিতে নারাজ। তাঁদের বক্তব্য, হোয়াটসঅ্যাপে তারা সেই কল রেকর্ড দিতে পারে। কিন্তু মোবাইলে পেনড্রাইভের মাধ্যমে ওই তথ্য তাঁরা দেবেন না। আনিসের দাদা সাবির খান স্পষ্ট বলেন, “আদালতের নির্দেশ পেলে দেওয়া হবে।” কার্যত খালি হাতে ফিরতে হল সিটকে। 

[আরও পড়ুন: সংকটে অর্চনার কেরিয়ার! পাঞ্জাবে সিধুর হারের পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু রসিকতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement