shono
Advertisement

সেতু বিপর্যয়ের তদন্তভার গেল দুঁদে গোয়েন্দাদের হাতে, সিট গঠন পুলিশের

যুগ্ম কমিশনার (অপরাধ দমন) দেবাশিস বড়ালের নেতৃত্বে চলবে তদন্ত৷ The post সেতু বিপর্যয়ের তদন্তভার গেল দুঁদে গোয়েন্দাদের হাতে, সিট গঠন পুলিশের appeared first on Sangbad Pratidin.
Posted: 12:25 PM Sep 06, 2018Updated: 07:40 PM Sep 07, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ ঘণ্টার ব্যবধানে আলিপুর থানার কাছ থেকে তদন্তভার তুলে নিল কলকাতা পুলিশ৷ পুলিশ কমিশনার রাজীব কুমারের নির্দেশে আলিপুর থানায় জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছিল বুধবার৷ মামলার দায়ের হাওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মাঝেরহাট সেতু বিপর্যয়ের ঘটনায় তদন্তভার নিজের কাঁধে নিচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ৷ যুগ্ম কমিশনার (অপরাধ দমন) দেবাশিস বড়াল-সহ কলকাতা পুলিশের সেরা গোয়েন্দারা সেতু বিপর্যয়ের তদন্তে নামছেন বলে লালবাজার সূত্রে খবর৷ তদন্তের গতি বাড়াতে সিট গঠিত হয়েছে৷ বিশেষ এই তদন্তকারী দল রয়েছে কলকাতা পুলিশের ১৬ দুঁদে গোয়েন্দা৷

Advertisement

[‘বইপোকা’ সৌমেনের অপেক্ষায় টেবিলে একা টিনটিন, শোকস্তব্ধ বেহালার শীলপাড়া]

বুধবার আলিপুর থানায় পুলিশের তরফে বিবাদী পক্ষের নাম উল্লেখ না করে মামলা দায়ের ঘটনায় তদন্তের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলতে থাকেন পর্যবেক্ষক মহলের একাশের৷ মামলায় অভিযুক্ত নাম না থাকায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে থাকতে৷ গুরুত্বপূর্ণ একটি ঘটনার পুলিশের ‘দায়সারা মনোভাব’ দেখেও কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলের নেতা-কর্মীরা৷ বুধবার মামলা দায়ের পর তীব্র সমালোচনার মুখোমুখি হয়ে গোয়েন্দাদের হাতে তদন্ত তুলে দিল লালবাজার৷

[মাঝেরহাট সেতুভঙ্গে রাজ্যের দিকেই আঙুল তুলল রেল]

মাঝেরহাট সেতু ভেঙে পড়ার প্রায় ২৪ ঘণ্টা পর আলিপুর থানায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে কলকাতা পুলিশ৷ জামিন অযোগ্য ধারায় মামলাটি দায়ের করেছে কলকাতা পুলিশ৷ ভারতীয় দণ্ডবিধি ৩০৪ (গাফিলতিতে মৃত্যু), ৩০৮ (অনিচ্ছাকৃত খুন), ৪২৭ (ভাঙচুর) ও ৩৪ (একত্রে অপরাধ সংগঠিত করা) ধারায় মামলা রুজু করা হয়৷ তবে, কোনও সংস্থা বা ব্যক্তির নামে মামলা দায়ের না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে থাকে৷ পুলিশ সূত্রে খবর, মাঝেরহাট সেতুটি নিউ আলিপুর থানা এলাকায় অবস্থিত হলেও নগরপাল আলিপুর থানায় মামলা দায়ের করার নির্দেশ দেন৷ কিন্তু, স্থানীয় থানাকে এড়িয়ে পড়শি থানায় মামলা দায় নিয়েও প্রশ্ন উঠতে থাকে৷

[ধ্বংসস্তূপে উদ্ধার আরও একজনের দেহ, সেতু বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩]

The post সেতু বিপর্যয়ের তদন্তভার গেল দুঁদে গোয়েন্দাদের হাতে, সিট গঠন পুলিশের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement