shono
Advertisement

‘সীতা শুধুমাত্র আদর্শ নারী নন, ছিলেন এক যোদ্ধাও!’

জানেন কে করলেন এই মন্তব্য? কেনইবা এমনটা বলছেন তিনি? The post ‘সীতা শুধুমাত্র আদর্শ নারী নন, ছিলেন এক যোদ্ধাও!’ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:51 PM Mar 24, 2017Updated: 12:21 PM Mar 24, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযোনিজন্মা তিনি৷ প্রকৃতিজাত৷ তাই প্রকৃতির মতোই উচ্ছ্বল, প্রাণবন্ত, বাঁধনহীন ছিল তাঁর জীবন৷ যেই জীবন ভারতবর্ষের মহাগাথার অবিচ্ছেদ্য অঙ্গ৷ নিজ মহিমায় নায়ক রামচন্দ্রেরও আগে উচ্চারিত হয় তাঁর নাম৷ সীতা৷ এই নামকেই নতুন সমীকরণে তুলে ধরতে চলেছেন লেখক অমিশ ত্রিপাঠি৷ তাঁর মতে, সীতা শুধুমাত্র আদর্শ ভারতীয় নারীই ছিলেন না৷ তিনি ছিলেন একজন যোদ্ধা৷ মিথিলার যোদ্ধা৷

Advertisement

[ভুঁড়িওয়ালা পুলিশ মামলায় হলফনামা তলব হাই কোর্টের]

পুরানের কাহিনিকে হামেশা নিজের মতো করে সাজান অমিশ৷ কল্পনা ও বাস্তবকে মিলিয়ে মিশিয়ে তৈরি করেন নতুন এক কাহিনি৷ তারই ফল হিসেবে বেস্ট সেলার তাঁর ‘শিবা ট্রিলজি’ ও ‘সায়োন অফ ইক্সভাকু’৷ ফের সেই ধারাই তিনি ফিরিয়ে আনছেন ‘সীতা–ওয়ারিয়র অফ মিথিলা’য়৷ যেখানে সীতার জন্ম থেকে তাঁর অপহরণ পর্যন্ত কাহিনি তুলে ধরা হয়েছে৷ লেখকের দাবি তাঁর কাহিনিতে সীতাকে ‘ফেমিনিস্ট আইকন’ হিসেবে সীতাকে পাবেন পাঠকরা৷ তার চেয়েও বেশি করে একজন যোদ্ধা হিসেবে পাবেন তাঁকে৷ শুধুমাত্র শারীরিক শক্তির নিরিখে নয়, মানসিক শক্তির বিচারেও৷

[দেশের একটি বিষয় নিয়েই সবচেয়ে বেশি লজ্জিত অক্ষয় কুমার]

‘ইক্সভাকু’র দুই বছর পর সীতার জীবনকে বইয়ের আকারে প্রকাশ করতে চলেছেন আমিশ৷ নিজের বইয়ের তাগিদে অনেক লোকের সঙ্গে কথা বলেছেন তিনি৷ অমিশ জানিয়েছেন, ভারতবর্ষের বেশিরভাগ মানুষ রামায়ণ সম্পর্কে কম-বেশি জানলেও সীতার সম্পর্কে অনেকেই অনেক কিছু জানেন না৷ সেই জানা-অজানার কাহিনির সূত্র ধরেই সীতাকে নতুন রূপে তুলে ধরেছেন তিনি৷

লেখক অমিশ ত্রিপাঠি৷

[ঘোমটার আড়ালে হাতের সাফাই, ভাইরাল ভিডিও]

The post ‘সীতা শুধুমাত্র আদর্শ নারী নন, ছিলেন এক যোদ্ধাও!’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement