shono
Advertisement

গুলাম নবির পর এবার শ্রীনগর বিমানবন্দরে আটক সীতারাম ইয়েচুরি

আটকানো হল সিপিআইয়ের নেতা ডি রাজাকেও৷ The post গুলাম নবির পর এবার শ্রীনগর বিমানবন্দরে আটক সীতারাম ইয়েচুরি appeared first on Sangbad Pratidin.
Posted: 02:38 PM Aug 09, 2019Updated: 02:38 PM Aug 09, 2019

সোমনাথ রায়, নয়াদিল্লি: বৃহস্পতিবার আটকানো হয় কংগ্রেস নেতা গুলাম নবি আজাদকে৷ আর শুক্রবার শ্রীনগর বিমানবন্দরে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজাকে আটক করল পুলিশ৷ সূত্রের খবর, বিমানবন্দরে আবতরণের সঙ্গে সঙ্গে এই দুই বাম নেতাকে আটক করা হয়৷ বিমানবন্দরের বাইরে বের হতেই দেওয়া হয়নি তাঁদের৷

Advertisement

[ আরও পড়ুন: সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়েছে বাংলাদেশ, দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে প্রশংসা মোদির]

জানা গিয়েছে, অসুস্থ কাশ্মীরের সিপিএম বিধায়ক মহম্মদ তারিগামিকে দেখতে যাচ্ছিলেন সীতারাম ইয়েচুরি ও ডি রাজা। এবং এই কাশ্মীরে যাওয়ার বিষয়টি আগে থেকেই জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিককে জানান তাঁরা৷ কিন্তু তারপরেও দুই তাঁদেরকে বিমানবন্দরে আটক করায়, স্বভাবতই কেন্দ্রের বিরুদ্ধে সরব হন ইয়েচুরি ও ডি রাজা৷ তাঁদের অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাধা দেওয়া হয়েছে৷ সাধারণ সম্পাদকের আটক করার বিষয়টি অনৈতিক বলে ঘটনার প্রতিবাদ করেছে সিপিএম। বৃহস্পতিবার একই ভাবে শ্রীনগর বিমানবন্দরে কংগ্রেস নেতা গুলাম নবি আজাদকে আটকানো হয়। ক্ষুব্ধ কংগ্রেস নেতা সরাসরি আক্রমণ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে। জানান, ‘‘পয়সা দিয়ে যাকে খুশি নিজের দিকে টানা যায়।’’

[ আরও পড়ুন: লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত পাঁচ রাজ্য, রবিবার পর্যন্ত বন্ধ কোচি বিমানবন্দর ]

প্রসঙ্গত, ৩৭০ ও ৩৫এ ধারার বিলুপ্তি ঘটিয়ে জম্মু-কাশ্মীরর থেকে বিশেষ মর্যাদা সরিয়ে নেওয়ার পর থেকেই উত্তপ্ত উপত্যকা। জারি হয় ১৪৪ ধারা৷ এরপরই সরকারের বিরুদ্ধে সরব হয় বিরোধীরা৷ সেখানকার পরিস্থিতি শান্ত রাখতে মোতায়েন হয় ৪৬ হাজার বাহিনী৷ সশরীরে জম্মু-কাশ্মীরে পৌঁছন অজিত দোভাল৷ গত দু’দিন ধরে সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলে, তাদের আশ্বস্ত করছেন তিনি৷ সূত্রের খবর, শুক্রবার থেকে স্বাভাবিক ছন্দে ফিরতে জম্মু-কাশ্মীর৷ ভয় কাটিয়ে বাইরে আসছেন সাধারণ মানুষজন৷ চালু হয়েছে ইন্টারনেট, কেবিল পরিষেবা৷

The post গুলাম নবির পর এবার শ্রীনগর বিমানবন্দরে আটক সীতারাম ইয়েচুরি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement