সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার ভোররাতেই ছ’জন জঙ্গিকে এনকাউন্টারে খতম করেছে ভারতীয় সেনা। তার ২৪ ঘণ্টা পেরনোর আগেই জওয়ানদের উপরই হল গ্রেনেড হামলা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে। হামলায় ছ’জন সিআরপিএফ জওয়ান আহত হন বলে খবর।
পুলিশ ও সেনা সূত্রে জানা গিয়েছে, অনন্তনাগের আরওয়ানি এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে, সেই খবর আগে থাকতেই তাদের কাছে ছিল। সেই খবরের উপর ভিত্তি করে এলাকায় যৌথভাবে তল্লাশি শুরু করে সেনা ও পুলিশ। আরওয়ানি এলাকার হাসানপুরা গ্রামে যখন তল্লাশি শেষ হয়ে যায়, তারপরই হয় হামলা। জওয়ানদের লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। তাতে ছয় জওয়ান আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
[ রথযাত্রা নিয়ে সুপ্রিম কোর্টেই যাচ্ছে বঙ্গ বিজেপি ]
শনিবার সকালেই ছ’জন জঙ্গিকে খতম করেছেন ভারতীয় জওয়ানরা। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় সেনা৷ সেই খবরের ভিত্তিতেই শনিবার ভোররাতে আরামপুরা জেলায় শুরু হয় তল্লাশি অভিযান৷ গা ঢাকা দিয়ে বসে থাকা জঙ্গিরা জওয়ানদের লক্ষ্য করে প্রথমে গুলি চালাতে শুরু করে৷ পালটা জবাব দিতে ছাড়েননি জওয়ানরাও৷ শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই৷ তখনও ঠিকভাবে ভোরের আলোও হয় তো ফোটেনি৷ এরপরই গুলির লড়াই বন্ধ হয়৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই একে একে ছ’টি জঙ্গির দেহ উদ্ধার করে সেনা৷
নিকেশ হওয়া এই ছয় জঙ্গি জাকির মুসার অনুগামী বলেই সেনা সূত্রে খবর৷ তাদের খোঁজে দীর্ঘদিন ধরেই তল্লাশি চালাচ্ছিল সেনা৷ শনিবারের এনকাউন্টারে মিলল সাফল্য৷ খতম হওয়া ওই জঙ্গিদের কাছ থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে৷
[ লোকসভা নির্বাচনে লড়বেন এই দক্ষিণী সুপারস্টার ]
The post ৬ সঙ্গীর নিকেশের বদলা! জওয়ানদের উপর গ্রেনেড হামলা জঙ্গিদের appeared first on Sangbad Pratidin.