shono
Advertisement

Breaking News

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে ভারতের জয়জয়কার, অধিনায়ক কে?

দেখে নিন আইসিসি-র বর্ষসেরা দল।
Posted: 01:35 PM Jan 23, 2024Updated: 01:35 PM Jan 23, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি-র (ICC) বর্ষসেরা টি-টোয়েন্টি ফরম্যাটের দল ঘোষণা সোমবার করেছিল আইসিসি। অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল সূর্যকুমার যাদবকে। এবার বর্ষসেরা ওয়ানডে (ODI) দল ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। দলের অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। মোট ছজন ভারতীয় সুযোগ পেয়েছেন আইসিসি-র বর্ষসেরা ওয়ানডে দলে। আইসিসি-র তরফ থেকে সোশাল মিডিয়ায় লেখা হয়েছে, ২০২৩ বিশ্বকাপ ফাইনালে খেলা আট জন ক্রিকেটার জায়গা পেয়েছেন বর্ষসেরা ওয়ানডে দলে।
বিশ্বকাপে ভারতীয় দল শুরু থেকেই দুর্দান্ত খেললেও ফাইনালে গিয়ে তাল কাটে। রোহিত শর্মা (Rohit Sharma) গোটা বছরে ১২৫৫ রান করেন ওয়ানডেতে। আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে ১৩১ রানের ইনিংস খেলেন হিটম্যান। ব্যাট হাতে বিরাট কোহলিও আগুন জ্বালিয়েছেন বিশ্বকাপে। রোহিত নেতৃত্ব দেবেন দলকে। কোহলি, শুভমান গিল, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব এবং মহম্মদ শামিকে নেওয়া হয়েছে দলে। 

Advertisement

[আরও পড়ুন: ‘কোর’ কমিটি ভেঙে দিল ফুটবল ফেডারেশন, বদল অন্য কমিটিতেও]

ফাইনালে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড সেঞ্চুরি করে ভারতকে রিংয়ের বাইরে ছিটকে দিয়েছিল। হেড ছাড়াও আইসিসি-র বর্ষসেরা ওয়ানডে দলে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা জায়গা পেয়েছেন। বিশ্বকাপে বল হাতে ম্যাজিক দেখিয়েছেন মহম্মদ শামি। ২৪টি উইকেট নেন তিনি। আইসিসি-র ওয়ানডে দলে ভারতীয়দেরই দাপট।

 

বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা আইসিসি-র: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ট্রাভিস হেড, বিরাট কোহলি, ডারিল মিচেল, হেনরিক ক্লাসেন, মার্কো জানসেন, অ্যাডাম জাম্পা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মহম্মদ শামি।

[আরও পড়ুন: ‘শোয়েবকে কেন বিয়ে করেছিলে?’, সানিয়াকে প্রশ্ন শাহরুখের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement