shono
Advertisement

Breaking News

চাল ধোয়া জলেই ফিরবে ত্বকের জেল্লা! রইল রূপচর্চার সহজ টিপস

বলিরেখা থেকে বাঁচতে আজ থেকেই ট্রাই করুন।
Posted: 05:23 PM Feb 27, 2024Updated: 05:23 PM Feb 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোরিয়ানদের মতো গ্লাস স্কিন পেতে চান? তাও আবার একেবারে ঘরোয়া উপায়ে? তাহলে আজ থেকেই চাল ধোয়া জলে মুখ ধুতে শুরু করুন! হ্যাঁ, চাল ধোয়া জলেই ফিরবে ত্বকের জেল্লা।

Advertisement

ত্বকের পক্ষে উপকারী প্রয়োজনীয় নানা ভিটামিন, খনিজ এবং অ্যান্টি-অক্সিড্যান্টের গুণে ভরপুর চালের জল দিয়ে ত্বকের যত্ন নেন চিন, জাপান এবং কোরিয়ার মানুষ। ত্বকের জেল্লা ধরে রাখতে গোলাপ জলের সঙ্গে চাল ভেজানো জল ব্যবহার করাই যায়। রাতে ঘুমোতে যাওয়ার আগে, মুখ পরিষ্কার করে টোনার হিসেবেও স্প্রে করে নেওয়া যায় চাল ধোয়া জল।

[আরও পড়ুন: অক্ষয়-টাইগারের সামনেই ভক্তকে লাঠিচার্জ পুলিশের, নেটপাড়ায় নিন্দার ঝড়]

একটি বাটিতে কিছু পরিমাণ চাল ভিজিয়ে সারা রাত রেখে দিন। তারপর সেই জল স্প্রে বোতলে ভরে রাতে শুতে যাওয়ার আগে ভালো করে স্প্রে করে দিন। দেখবেন ত্বক একেবারে ঝকঝকে থাকবে।

বাইরে থেকে বাড়িতে ফিরে প্রথমেই ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এরপর চাল ধোয়া জল মুখে স্প্রে করুন। দেখবেন ত্বকে বলিরেখা পড়বে না।

তবে শুধুই ত্বকের ক্ষেত্রে নয়, শরীরের মেদ কমাতেই দারুণ সাহায্য করে চাল ধোয়া জল। কখনও চাল ধোয়া জল নিয়মিত খেলে হজম হবে ভাল হবে, মেদও ঝরবে তাড়াতাড়ি।

[আরও পড়ুন: সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে খুন করল স্বামী! হাড়হিম করা সিসিটিভি ফুটেজ ভাইরাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement