সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার বেহালায় ভ্যাট থেকে উদ্ধার হল দু’টি মাথার খুলি৷ সিরিটি শ্মশানের কাছে একটি ময়লা ফেলার জায়গা থেকে উদ্ধার হয় খুলি দু’টি৷ খুলির পাশাপাশি পাওয়া গিয়েছে বেশ কিছু হাড়ও৷ এই খুলি এবং হাড়গুলি মানুষের বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ৷ এদিন সকালে পুরসভার সাফাইকর্মীরা এই খুলি এবং হাড় উদ্ধার করে৷
শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ ভ্যাটের মধ্যে থেকে একটি বস্তা উদ্ধার করেন সাফাইকর্মীরা৷ বস্তা খুলতেই সেখান থেকে উদ্ধার হয় খুলি এবং হাড়গোড়৷ ঘটনাকে কেন্দ্র করে বেহালার মুচিপাড়া এলাকায় চাঞ্চল্য ছড়ায়৷ ঘটনাস্থলে হাজির হয় পুলিশ৷ খুলি দু’টিকে ফরেনসিক রিপোর্টের জন্য পাঠানো হয়েছে৷ কে বা কারা খুলিগুলি ফেলে গেল তা নিয়েও রহস্য দানা বাঁধছে৷
উদ্ধার হওয়া খুলি দুটির একটি অক্ষত এবং অপরটি বিকৃত অবস্থায় রয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে৷ বেহালা কিংবা পার্শ্ববর্তী কোনও থানা এলাকায় কেউ কেউ নিখোঁজ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷ উদ্ধার হওয়া খুলি মহিলা না পুরুষের তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা৷ গত কয়েকদিন আগে নয়াবাদেও এমন ঘটনা ঘটেছিল৷ বেহালার ভ্যাটে খুলি উদ্ধারের ঘটনার সঙ্গে নয়াবাদকাণ্ডের কোনও যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে৷
The post ভ্যাট থেকে উদ্ধার খুলি ও হাড়গোড়, বেহালায় চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.