দিশা ইসলাম, বিধাননগর: স্বাধীন ভারতের ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে ‘অমৃত মহোৎসব’ পালন করছে কেন্দ্র সরকার৷ আর সেই সরকার পরিচালিত G-20 সম্মেলনকে ঘিরে গর্বের তেরঙ্গা পতাকা অবমাননার অভিযোগ উঠছে খোদ নিউটাউন (New Town) স্মার্ট সিটিতে৷ সপ্তাহ পেরলেই ১৫ আগস্ট৷ দেশজুড়ে স্বাধীনতা দিবস (Independence Day) উৎযাপন হবে৷ তারই প্রাক্কালে নিউটাউনে শহরের একাংশ অস্থায়ী ঝুপড়ি দোকান ঢাকা পড়েছে জাতীয় পতাকার আদলে তেরঙ্গা কাপড়ে৷ এ যেন কেউ দেখেও দেখছে না৷ হুঁশ নেই কোনও পক্ষেরই৷ যদিও নিউটাউনে তেরঙ্গা পতাকার এই অপব্যবহার দেখে লজ্জায় মুখ ঢাকছেন পথচারীরা৷ তাঁদের অনেকেই বলছেন, এ যেন ক্ষমতার দম্ভ!
কেন এই অপব্যবহার? পুলিশ সঙ্গে কথা বলে জানা যাচ্ছে, রাজ্যে শুরু হচ্ছে G-20 সম্মেলন৷ সেখানে অংশ গ্রহণকারী দেশ-বিদেশের অতিথিরা আগামী ১১ আগস্ট নিউটাউনের ইকোপার্ক (Eco Park) আইল্যান্ডে নৈশভোজ সারবেন৷ সেই কর্মসূচির আগে সেজে উঠছে নিউটাউন৷ আর তাতেই শহরে জাতীয় পতাকা (National Flag) অবমাননার অভিযোগ উঠছে৷ কেমন ভাবে? জানা গেছে, জি-টোয়েন্টি সম্মেলনে যোগদানকারী অতিথিদের ইকো পার্ক আইল্যান্ডে যাতায়াতের পথ দৃষ্টিনন্দন করা হচ্ছে৷ পার্কের চারপাশ আঁটোসাঁটো নিরাপত্তায় মোড়া হবে৷ সেই অংশে পার্কের চারপাশের অস্থায়ী চা, জল, ফাস্টফুড ইত্যাদি খাবারের গুমটি দোকানগুলি বুধবার থেকে আগামী তিনদিন বন্ধ করেছে প্রশাসন৷
[আরও পড়ুন: ‘হাত-পা বাঁধা’, শিক্ষক পোস্টিং মামলায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশে হতাশ বিচারপতি গঙ্গোপাধ্যায়]
এ পর্যন্ত ঠিকই ছিল৷ বুধবার এলাকা ঘুরে দেখা যায়, বিশ্ববাংলা সরণির উপর নবাবপুর মোড় অর্থাৎ ইকো পার্কের চার নম্বর গেট লাগোয়া অস্থায়ী খাবারের দোকান ও নির্মীয়মান সাবওয়ের একাংশ মুড়ে দেওয়া হয়েছে তেরঙ্গায়৷ আর তা দেখে অনেকেই জাতীয় পতাকা অমবাননার কথা বলছেন৷ দূর থেকে দাঁড়িয়ে দেখলে মনে হচ্ছে, স্বাধীনতার প্রাক্কালে দেশের তেরঙ্গা পতাকা লম্বা করে টাঙিয়ে রাখা হয়েছে৷ স্থানীয়দের বক্তব্য, যে কোনও বড় অনুষ্ঠানেই ইকো পার্কের চারপাশের এলোমেলো দোকানপাটগুলি কাপড়ে ঢেকে ফেলে পুলিশ৷ বন্ধ হয় অটো, টোটোর যান চলাচল৷ তবে এবার স্বাধীনতার প্রাক্কালে দোকান ঢেকে ফেলতে গিয়ে তেরঙ্গা কাপড় ব্যবহারে করে কার্যত দেশের জাতীয় পতাকার মর্যাদা লঙ্ঘন করছে আয়োজনকারী সংস্থা৷
[আরও পড়ুন: গবেষণাক্ষেত্রে নক্ষত্রপতন, প্রয়াত বিশিষ্ট বিজ্ঞানী বিকাশ সিনহা]
এ ব্যাপারে শহরের একটি আবাসিক সংগঠন নিউটাউন ফোরাম অ্যান্ড নিউজের সম্পাসক সমরেশ দাস জানিয়েছেন, ”শুনেছি জাতীয় পতাকা কাপড় ব্যবহারে ইকো পার্কের চার নম্বর গেটের কাছের অস্থায়ী দোকানগুলি মুড়ে ফেলা হয়েছে৷ তেরঙ্গা কাপড়ের অবমাননা না করে, অন্য কাপড় দিয়ে ঢাকতে পারত কর্তৃপক্ষ৷”