shono
Advertisement

জৈন মতে ‘সান্থারা’অবলম্বনে মৃত্যুর প্রতীক্ষায় সোহানিদেবী

জৈন মতে যখন কেউ নিজের শরীর ত্যাগ করতে চান তখন এই পন্থা অবলম্বন করতে পারেন৷ আত্মা অবিনশ্বর৷ সেই আত্মাকে মুক্তি দিতে শরীরত্যাগ করা বৈধ৷
Posted: 01:10 AM Sep 29, 2016Updated: 07:40 PM Sep 28, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের ভোগ-আনন্দ শেষ হয়েছে৷ অসুস্থ শরীরটা এখন স্রেফ বাহুল্য মাত্রা৷ আর সেই শরীর ত্যাগ করেই আত্মার মুক্তি কামনায় অন্নজল ত্যাগ করেছেন গড়িয়াহাটের সোহানি দেবী দুগর৷ জৈন মতে ‘সান্থারা’ অবলম্বন করেই স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নিয়েছেন তিনি৷

Advertisement

কিছুদিন আগেই জৈন মতে স্বেচ্ছামৃত্যুকে স্বীকৃতি দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত৷ সেইমতো দেশে সম্ভবত এই প্রথম স্বেচ্ছামৃত্যুর ঘটনা৷ কী এই সান্থারা? জৈন মতে যখন কেউ নিজের শরীর ত্যাগ করতে চান তখন এই পন্থা অবলম্বন করতে পারেন৷ আত্মা অবিনশ্বর৷ সেই আত্মাকে মুক্তি দিতে শরীরত্যাগ করা বৈধ৷ সোহানিদেবী সেই পথই নিয়েছেন৷ সহমত জানিয়েছেন পরিবারের বাকিরাও৷ প্রথা মেনে আরাধনা চলছে বাড়িতে৷ জানা যাচ্ছে, বেশ কয়েক বছর ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি৷ চিকিৎসার পরও কোনও সুরাহা হয়নি৷ দিনে দিনে অশক্ত হয়ে পড়ছিল তাঁর শরীর৷ আর তাই এ শরীর ত্যাগের সিদ্ধান্ত নেন তিনি৷ গত ২০ সেপ্টেম্বর থেকে অন্নজল ত্যাগ করেছেন সোহানাদেবী৷

শহরে এই ঘটনার কথা ছড়িয়ে পড়া মাত্র সোহানা দেবীর বাড়িতে ঢল নামে সাধারণ মানুষের৷ সকলেই একবার চাক্ষুষ করতে চান এই বিষয়৷ কেননা স্বেচ্ছামৃত্যুর ঘটনা গোটা দেশে বিরল৷ তবে সমস্ত আলোড়নের মধ্যেও শান্ত আছে সোহানিদেবীর পরিজনরা৷ জীবনে যেমন শান্তিতে কেটেছে, তেমনই মৃত্যুকেও যাতে শান্তিতে বরণ করে নিতে পারেন সোহানিদেবী, তারই প্রতীক্ষায় গোটা পরিবার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement