shono
Advertisement

এবার সৌরশক্তি চালিত দূষণহীন যুদ্ধজাহাজ ব্যবহার করবে ভারতীয় নৌসেনা

জাহাজটিতে ১৮টি সোলার প্যানেল বসানো হয়েছে৷ The post এবার সৌরশক্তি চালিত দূষণহীন যুদ্ধজাহাজ ব্যবহার করবে ভারতীয় নৌসেনা appeared first on Sangbad Pratidin.
Posted: 12:38 PM Feb 13, 2017Updated: 07:39 AM Feb 13, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নৌবাহিনীদের মধ্যে গণ্য করা হয় ভারতীয় নৌসেনাকে৷ দেশের জলসীমা সুরক্ষিত রাখতে নৌসেনায় আছে বিমানবাহী রণতরী, ফ্রিগেট, ডেস্ট্রয়ার, মিসাইল বোট, নিউক্লিয়ার সাবমেরিন৷ এছাড়াও অন্যান্য জাহাজ৷ প্রতিদিন এই বিশাল রণতরীগুলি ব্যবহার করে জীবাশ্ম জ্বালানি৷ যা বিপুল দূষণের কারণ হয়ে দাঁড়ায়৷ এই বিষয়টি নজরে রেখে এবার ভারতীয় নৌসেনা সৌরশক্তির ব্যবহার শুরু করেছে৷ এবার সৌরবিদ্যুতে আলোকিত হবে নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস সর্বেক্ষক৷ জাহাজটিতে ১৮টি সোলার প্যানেল বসানো হয়েছে৷ ৩০০ ওয়াটের ওই প্যানেলগুলি ৫.৪ কিলোওয়াট বিদ্যুত তৈরি করতে সক্ষম৷ এর দ্বারা যুদ্ধজাহাজটির আলো ও শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্রগুলি চালিত হবে৷

Advertisement

(আমেরিকা-চিনের যুদ্ধ হলে জড়াবে আরও ৬ দেশ!)

আইএনএস সর্বেক্ষক-এর কমান্ডিং অফিসার ক্যাপ্টেন রাজেশ বারগতি জানিয়েছেন, সোলার প্যানেলগুলি বসাতে প্রায় ছয়মাস সময় লেগেছে৷ এবার থেকে জাহাজটি আলোকিত হবে সৌরবিদ্যুতে৷ তিনি আরও জানান সামুদ্রিক পরিবেশের কথা মাথায় রেখে সোলার প্যানেলগুলিকে বিশেষ ভাবে তৈরি করা হয়েছ৷ সমুদ্রের লবনাক্ত জলে যাতে প্যানেলগুলিতে জং না ধরে, তার জন্য বিশেষ ধরনের সামগ্রী ব্যবহার করা হয়েছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর ঢেলে সাজানো হচ্ছে ভারতীয় সেনাবাহিনীকে৷ দক্ষিণ চিন সাগরে ক্রমবর্ধমান চিনা আগ্রাসনে ও ভারত মহাসাগরে চিনা জঙ্গিজাহাজের আনাগোনায় অশনি সংকেত দেখছে দিল্লি৷ তাই সাগরপথে নিজের আধিপত্য ও সীমা সুরক্ষিত রাখতে ভারতীয় নৌসেনাকে তৈরি করা হচ্ছে৷

ভারত ও আমেরিকাকে জবাব দিতে অত্যাধুনিক মিসাইল বানাচ্ছে চিন

চিন-পাকিস্তান আঁতাত রুখতে মোদির সঙ্গেই গাঁটছড়া ট্রাম্পের!

 

The post এবার সৌরশক্তি চালিত দূষণহীন যুদ্ধজাহাজ ব্যবহার করবে ভারতীয় নৌসেনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement