shono
Advertisement

‘করোনা ইস্যুতে কেরলকে অপমানের চেষ্টা করছেন কিছু মানুষ’, অভিযোগ পিনারাই বিজয়নের

রবিবার সংক্রমণ বৃদ্ধির জন্য কেরল সরকারকেই দায়ী করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
Posted: 09:28 PM Oct 19, 2020Updated: 09:28 PM Oct 19, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার একটি অনুষ্ঠানে রাজ্য সরকারের অবহেলার জন্য কেরলের করোনা পরিস্থিতি খারাপ হয়েছে বলে দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। সোমবার তার পালটা জবাব দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan)। কোভিড-১৯ (Covid-19) ইস্যুতে কিছু মানুষ কেরলকে অপমান করার চেষ্টা করছেন বলে অভিযোগ জানালেন তিনি।

Advertisement

সোমবার এপ্রসঙ্গে পিনারাই বিজয়ন বলেন, ‘ভারতের মধ্যে কেরলেই প্রথম করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়। তারপর থেকে এখনও পর্যন্ত এই সফলভাবে এই মারণ ভাইরাসের মোকাবিলা করেছি আমরা। আমাদের রাজ্যই প্রথম যেখানে করোনা সংক্রান্ত স্বাস্থবিধির সূচনা হয়। তারপরও কিছু মানুষ রাজ্য সরকারের করোনা মোকাবিলার পদ্ধতি সম্পর্কে না বুঝে কেরল (Kerala)-কে অপমান করার চেষ্টা করছে।’

[আরও পড়ুন: ‘অপমান করিনি, আমরা সবাই আইটেম’, বিজেপি নেত্রী সম্পর্কে মন্তব্যের সাফাই দিলেন কমল নাথ]

রবিবার একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন (Harsh Vardhan) বলেছিলেন, ‘রাজ্য সরকারের অবহেলার জন্য কেরলের করোনা পরিস্থিতি খারাপ হয়েছে। এখন তার মূল্য চোকাতে সেখানকার বাসিন্দারা। ৩০ জানুয়ারি থেকে ৩ মে পর্যন্ত কেরলে মাত্র ৪৯৯ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল। মৃত্যু হয়েছিল মাত্র দু’জনের। কিন্তু, ওমান উৎসবের সময় যথেষ্ট সুরক্ষার ব্যবস্থা না করে যেভাবে আন্তঃরাজ্য পরিবহণ চালু করে দেওয়া হয়েছিল তাতে প্রতিটি জেলায় সংক্রমণ ছড়িয়ে পড়ে। উপযুক্ত ব্যবস্থা না নেওয়ার ফলে ও উদাসীনতার কারণেই এই ঘটনা ঘটেছে। এখন সেখানে প্রতিদিন আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে।’

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই বিতর্ক তৈরি হয়। বিষয়টি সামাল দিতে আসরে নামেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী একটি উদাহরণ হিসেবে কেরলের ঘটনাটি উল্লেখ করেছেন বলে জানান তিনি। এপ্রসঙ্গে বলেন, ‘আমি হর্ষ বর্ধনজিকে ফোন করেছিলাম। তিনি আমাকে জানান একটি উদাহরণ দিতে গিয়ে কেরলের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন। বোঝাতে চেয়েছিলেন ওনামের পর কেরলে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কখনই এই রাজ্য করোনা মোকাবিলায় উপযুক্ত ব্যবস্থা নেয়নি একথা বলেননি।’

[আরও পড়ুন: ‘তথ্যের অপব্যাখ্যা হচ্ছে’, টিআরপি নিয়ে রিপাবলিক টিভিকে ভর্ৎসনা BARC-এর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement