shono
Advertisement

Breaking News

রয়েছে আর একদিনের কয়লা, আঁধারে ডুবতে পারে রাজধানী! আশঙ্কা দিল্লির বিদ্যুৎমন্ত্রীর

কেন হঠাৎ এই কয়লার ঘাটতি?
Posted: 01:32 PM Apr 29, 2022Updated: 01:41 PM Apr 29, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রেই রয়েছে আর মাত্র একদিনের কয়লা (Coal)। পরিস্থিতি যা, তাতে বিদ্যুৎকেন্দ্রগুলিতে উৎপাদনের ব্যাপক ঘাটতি হতে পারে। আর তার জেরে আঁধারে ডুবতে চলেছে দিল্লি (Delhi)। এমনই আশঙ্কার কথা শোনালেন দিল্লির বিদ্যুৎমন্ত্রী সত্যেন্দ্র জৈন।

Advertisement

জানা যাচ্ছে, এই পরিস্থিতিতে রাজধানীর বহু সরকারি হাসপাতাল ও মেট্রো পরিষেবাও ব্যাহত হতে পারে দিল্লিতে। সংবাদ সংস্থা এএনআইকে এই বিষয়ে বলতে গিয়ে সত্যেন্দ্র জৈন জানাচ্ছেন, ”যেখানে ২১ দিনেরও বেশি সময়ের কয়লা মজুত থাকা দরকার, কিন্তু বহু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে (Power plant) একদিনেরও কম সময়ের কয়লা রয়েছে।” তিনি আরও বলেন, ”বিদ্যুৎ সঞ্চয় করা যায় না। তা প্রতিদিন উৎপাদন করা হয়। কয়লা সঞ্চয় করা হয়। সাধারণত ২১ দিনের কয়লা মজুত রাখা দরকার। কিন্তু এনটিপিসি দাদরি ও উনচাহারের মতো বহু বিদ্যুৎকেন্দ্রে আর একদিনের কয়লা মজুত রয়েছে।”

[আরও পড়ুন: ৪০ এলাকার নাম বদল চায় দিল্লি বিজেপি, ভাবনায় হাউজ খাস, শাহিবাবাদও]

বৃহস্পতিবারই এই বিষয়ে পর্যালোচনা করতে একটি বৈঠক ডেকেছিলেন তিনি। আসন্ন ঘাটতি মেটাতে কী কী পদক্ষেপ করা যেতে পারে তা নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে। পাশাপাশি কেন্দ্রকেও এই সমস্যার কথা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান সত্যেন্দ্র। দিল্লিতে কয়লা মজুত করার বিষয়টি নিশ্চিত করার অনুরোধও জানিয়েছেন তিনি। ওই বৈঠকের পরই ঘোষণা করা হয়, ২৪ ঘণ্টা হয়তো বিদ্যুৎ পরিষেবায় ঘাটতি থাকবে। ফলে রাজধানীর সরকারি হাসপাতাল থেকে দিল্লি মেট্রো, আঁধার নেমে আসতে পারে বহু জায়গাতেই।

কিন্তু কেন হঠাৎ এই কয়লার ঘাটতি? এবিষয়ে বলতে গিয়ে সত্যেন্দ্র জৈন জানাচ্ছেন, রেলওয়ে রেকের সমস্যার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁর কথায়, ”আগে ৪৫০টি রেক ছিল। কিন্তু এখন সেই সংখ্যা কমে হয়েছে ৪০৫। কেন্দ্রের সঙ্গে ঠিকমতো বোঝাপড়া ঠিক হলেই এই সমস্যার সমাধান সম্ভব হবে।” প্রসঙ্গত, কয়লার ঘাটতি রয়েছে উত্তরপ্রদেশ ও পাঞ্জাবেও। সেখানেও অচিরেই বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হতে পারে এই আশঙ্কা তৈরি হয়েছে। 

[আরও পড়ুন: সাতসকালে দিল্লির চিত্তরঞ্জন পার্কে এনকাউন্টার, পুলিশের গুলিতে জখম এক দুষ্কৃতী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement