shono
Advertisement

Breaking News

‘সলমনের সঙ্গে কাটানো ৮ বছর ভয়াবহ ছিল!’বিষাক্ত সম্পর্ক নিয়ে ফের সরব সোমি আলি

সলমনের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগও এনেছিলেন সোমি।
Posted: 01:57 PM Jan 07, 2023Updated: 01:57 PM Jan 07, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সলমনের জীবনে যে অজস্র প্রেম রয়েছে তা আর গোপন কিছু নয়। সলমনও তা লুকতে চান না। কিন্তু মাঝে মধ্যে বিনোদনের খবরের শিরোনামে চলে আসে সলমন ও তাঁর প্রাক্তণ প্রেমিকারা। এই যেমন, সোমি আলি। মাঝে মধ্য়েই সোমি সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসেন পুরনো কাসুন্দি। আর তা ঘাঁটতে গিয়েই পুরনো ঘটনার ঘনঘটা।

Advertisement

১৯৯১ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত সলমনের সঙ্গে সম্পর্কে আবদ্ধ ছিলেন সোমি। সে সম্পর্ক যে খুব একটা সুখের ছিল না, তা বার বারই উঠে এসেছে সোমির কথায়। এমনকী, সোমি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, সলমন তাঁর উপর শারীরিক নির্যাতনও করতেন। আর এবার সোমি সোশ্য়াল মিডিয়ায় লিখলেন, সলমনের সঙ্গে কাটানো ৮ বছর তাঁর জীবনের সবচেয়ে খারাপ সময়। সোমি লিখেছেন, “সলমন আমাকে সব সময় অপমান করত। আমি কুৎসিত, বোকা আর বোধহীন সে কথাও বলত সবাইকে। আমাকে বোঝাত, আমার কোনও দাম নেই। সেই সঙ্গে একের পর এক মহিলার সঙ্গে প্রেম করে বেড়াত নিজে। আট বছর এগুলোর মধ্যে দিয়েই গিয়েছি।”

[আরও পড়ুন: বন্ধ হোক ছবি বয়কট ট্রেন্ড, ‘পাঠান’ বিতর্কের মাঝে সরকারের কাছে চিঠি চলচ্চিত্রকর্মীদের]

নায়িকা হিসেবে কেরিয়ার গড়া নিয়ে যে তাঁর বিশেষ মাথাব্যথা ছিল না, তাও জানিয়েছেন সোমি। অভিনেত্রী খোলাখুলি জানিয়েছেন, সলমনের কাছাকাছি আসতে চেয়েই তাঁর বলিউডে পা রাখা। তবে এই প্রথম যে সলমনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুললেন সোমি, তা নয়। এর আগে তিনি দাবি করেছিলেন, ঐশ্বর্য রাইয়ের ( Aishwarya Rai) কারণেই ফাটল ধরেছিল তাঁর আর সল্লু ভাইজানের সম্পর্কে। সোমি জানিয়েছিলেন, ”আমি আর সলমন একসঙ্গে সুন্দর সময় কাটাচ্ছিলাম। সেই সময়ই ‘হাম দিল দে চুকে সনম’-এর শুটিং শুরু হয়। ওই ছবির সূত্রেই প্রথম বার ওদের দু’জনের দেখা হয়েছিল। ছবির কাজ শেষ হতে না হতেই ওরা ডেট করতে শুরু করে দিল।”

আর কী কোনও যোগাযোগ রয়েছে প্রাক্তন প্রেমিকের সঙ্গে? উত্তরে সপাট সোমি, ”নাহ। বহু বছর হয়ে গেল সলমনের সঙ্গে আমার কোনও কথা হয়নি। আমি মনে করি এটাই ঠিক। তবে ওর মায়ের সঙ্গে দেখা হয়েছিল। ওঁকে আমি খুবই শ্রদ্ধা করি।”

[আরও পড়ুন: ক্যানসারে আক্রান্ত ‘মহীনের ঘোড়াগুলি’র বাপিদা, চিকিৎসার ভার নিলেন মুখ্যমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement