shono
Advertisement

বাবা-মায়ের সম্পত্তিতে পুত্রসন্তানের কোনও অধিকার নেই!

জানিয়ে দিল দিল্লি হাই কোর্ট৷ The post বাবা-মায়ের সম্পত্তিতে পুত্রসন্তানের কোনও অধিকার নেই! appeared first on Sangbad Pratidin.
Posted: 10:15 PM Nov 30, 2016Updated: 04:47 PM Nov 30, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুত্রসন্তান মানেই বাবা-মায়ের সম্পত্তির উত্তরাধিকারী নয়৷ বাবা-মা যদি চান তবেই তাঁরা সেই অধিকার পেতে পারেন, নচেত নয়৷ সম্পত্তির বিবাদ সংক্রান্ত এক মামলার পরিপ্রেক্ষিতে এই কথা জানাল দিল্লি হাই কোর্ট৷

Advertisement

নভেম্বর মাসের ২৪ তারিখ বিচারপতি প্রতিভা রানির ডিভিশন বেঞ্চ এই মন্তব্য করে৷ নিজের বাবা-মায়ের বিরুদ্ধে সম্পত্তির অধিকারের জন্য মামলা করেছিলেন দিল্লির নাঙ্গোলয়ের বাসিন্দা  শচীন৷ প্রথমে ট্রায়াল কোর্টে উঠেছিল এই মামলা৷ যার রায় শচীনের বাবা-মায়ের পক্ষে যায়৷ সেই রায়কেই দিল্লি হাই কোর্টে চ্যালেঞ্জ করেছিলেন শচীন৷ তাঁর অভিযোগ ছিল বাবা-মা তাঁকে এবং তাঁর ভাইকে বাড়ির অধিকার থেকে বঞ্চিত করছেন৷

শচীনের বাবা-মায়ের দাবি, ওই বাড়িই তাঁদের একমাত্র সম্বল৷ শচীন ও তাঁর ভাই আর্থিকভাবে স্বচ্ছল হলেও তাঁদের কোনও সাহায্য করেন না৷ উল্টে তাঁদের উপর মানসিক ও শারীরিকভাবে নির্যাতন চালানো হয় সম্পত্তি দেওয়ার জন্য৷ এর বিরুদ্ধে ২০১৪ সালে সিভিল কোর্টেও গিয়েছিলেন শচীনের বাবা-মা৷ আদালত ছেলেদের ভরণপোষণের নির্দেশও দিয়েছিল৷ কিন্তু, তা দিতে অস্বীকার করেন শচীন৷

এর পরিপ্রেক্ষিতেই এদিন বিচারপতি প্রতিভা রানির বেঞ্চ জানায়, বাবা-মা সন্তানের দায়িত্ব ভালবেসে ও দয়া করে গ্রহণ করেন, তার মানে এই নয় যে তাঁরা সারাজীবন এই দায়িত্বের বোঝা বয়ে বেড়াবেন৷ বাড়িটি সম্পূর্ণভাবে বাবা ও মায়ের সম্পত্তি৷ সন্তানের কোনও অধিকার নেই তাতে৷ তাঁরা কেবলমাত্র বাবা-মায়ের দয়াতে থাকতে পারছেন সেখানে৷

The post বাবা-মায়ের সম্পত্তিতে পুত্রসন্তানের কোনও অধিকার নেই! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement