সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ বছরের এক বালকের ঝুলন্ত দেহ উদ্ধার হল অসমের (Assam) বিজেপি (BJP) সাংসদ রাজদীপ রায়ের শিলচরের বাড়িতে। মৃত বালকের মা বিজেপি সাংসদের বাড়িতে থেকে পরিচারিকার কাজ করতেন। এই ঘটনায় হুলুস্থুল পড়ে গিয়েছে হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যে। অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সাংসদের দাবি, আত্মহত্যা করেছে বালক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাছার জেলার পালোং ঘাটের বাসিন্দা ওই পরিচারিকা। গত আড়াই বছর সাংসদের বাড়িতে থেকেই কাজ করছিলেন। মৃত বালক ছাড়াও তাঁর পাঁচ বছর বয়সি এক কন্যাও রয়েছে তাঁর। ছেলেমেয়েদের পড়াশোনার কথা ভেবেই শিলচরে কাজ নিয়ে চলে আসেন। এদিকে বিজেপি সাংসদের দাবি, বালকের বিষয়ে জানানো হলে তিনি বাড়িতে ছুটে আসেন। দ্রুত পরিচারিকার ছেলেকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা জানান, ইতিমধ্যে মৃত্যু হয়েছে তার।
[আরও পড়ুন: ‘মৃত্যুদণ্ড’ দ্রুত কার্যকরে সওয়াল বিজেপি সাংসদের, নয়া দণ্ডবিধি নিয়ে বৈঠক সংসদে]
রাজদীপ বলেন, “আমাকে বলা হয় সে গলায় ফাঁস দিয়েছে। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। পুলিশ তা ভেঙ্গে ঢুকে অচেতন অবস্থায় ছেলেটিকে উদ্ধার করে। আমরা ওকে কাছের হাসপাতালে নিয়ে যাই। ডাক্তাররা বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।”
[আরও পড়ুন: ইসরোয় যাওয়ার আগে কংগ্রেসি মুখ্যমন্ত্রীকে বিমানবন্দরে আসতে ‘বারণ’, বিতর্কের জবাব দিলেন মোদি]
পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্তে নেমেছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছে বালক। মৃতের পরিবারের লোকেরা জানিয়েছেন, ভিডিও গেম খেলার জন্য মোবাইল চেয়েছিল শিশুটি। তা না দেওয়া মায়ের সঙ্গে রাগারাগি হয়েছিল। সম্ভবত এর জেরেই আত্মহত্যা করেছে সে।