shono
Advertisement

দীপিকাকে নিয়ে পরপর ছবি, বনশালির উপর বেজায় চটে সোনম!

কী বললেন অভিনেত্রী? The post দীপিকাকে নিয়ে পরপর ছবি, বনশালির উপর বেজায় চটে সোনম! appeared first on Sangbad Pratidin.
Posted: 05:20 PM Feb 27, 2018Updated: 05:35 PM Feb 27, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০৭ সালে সঞ্জয় লীলা বনশালির পরিচালনায় ‘সাওয়ারিয়া’ ছবির মাধ্যমে চলচ্চিত্র দুনিয়ায় পা রেখেছিলেন সোনম কাপুর। এরপর অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। অন্যান্য পরিচালকের ছবিতে কাজ করে বলিউডে নিজের জায়গা পাকাও করে নিয়েছেন সোনম। কিন্তু অভিনয় জীবনের প্রথম পরিচালক বনশালির সঙ্গে আর কাজ করা হয়ে ওঠেনি তাঁর। যেখানে দীপিকাকে নিয়ে একের পর এক ছবি বানিয়ে ফেললেন বনশালি, সেখানে সোনম কেন সুযোগ পাচ্ছেন না, এই প্রশ্নটা বলিউডে এখন সকলের মুখে মুখে।সম্প্রতি এ ব্যাপারে মুখ খুললেন নায়িকা।

Advertisement

[আফ্রিকান সুপারমডেলকে নিয়ে শুরু হচ্ছে পরিচালক পরমের ‘আজগুবি’ ছবি]

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে সোনম জানিয়েছেন, তিনি নিজেই নাকি বনশালির সঙ্গে কাজ করতে চান না। তাঁর বক্তব্য, ‘আমি মনে করি না, তাঁর ছবিতে যে রকম অভিনেত্রী দরকার, আমি ঠিক সে রকম। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। তিনি আমাকে তাঁর ছবিতে বলিউডে পা রাখার সুযোগ করে দিয়েছিলেন, সে জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ। কিন্তু আমি এটাই বলতে চাই যে, আমি মনে করি, আমি তাঁর ছবির জন্য উপযুক্ত অভিনেত্রী নই। যদি বনশালি মনে করেন যে, তাঁর ছবির কোনও চরিত্রের জন্য আমি উপযুক্ত, তাহলে তিনি নিশ্চয়ই আবারও আমাকে ডাকবেন। তবে আমি কোনওদিন নিজে থেকে তাঁর কাছে যাব না।’

এখনও পর্যন্ত আর বালকি, রাকেশ ওমপ্রকাশ মেহরা, আনন্দ এল রাইয়ের মতো নামী পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। সবার সঙ্গেই ভালো সম্পর্ক গড়ে উঠেছে সোনমের।তবে বনশালির ক্ষেত্রে এমন মন্তব্য কেন তাঁর? এ বিষয়ে সোনম বলেন, ‘আমি বলিউডের সেরা পরিচালকদের সঙ্গে কাজ করেছি। মেহরা স্যারের জন্য আমি আবার নিজেকে ভেঙেচুরে নতুনভাবে গড়তেও রাজি আছি। কিন্তু যাঁরা আমায় নিয়ে আগ্রহী নন, তাঁদের দিকে আমি ফিরেও তাকাই না।এমনকি তাঁদের বিষয়ে কোনওরকম আলোচনা করতেও আমার সমস্যা আছে।’

[মৃত্যুর দু’দিন পরও ফিরল না দেহ, আরও জটিল হচ্ছে শ্রীদেবীর মৃত্যুরহস্য]

The post দীপিকাকে নিয়ে পরপর ছবি, বনশালির উপর বেজায় চটে সোনম! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement