সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় কংগ্রেসের তিনি দীর্ঘতম মেয়াদের সভানেত্রী৷ কিন্তু এবার দলের ব্যাটন তুলে দিয়েছেন পুত্র রাহুলের হাতে৷ দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে তাই এবার গোয়ায় লম্বা ছুটি কাটাতে পৌঁছে গিয়েছেন সোনিয়া গান্ধী৷ সূত্রের খবর, দক্ষিণ গোয়ায় ছুটি কাটাচ্ছেন সোনিয়া গান্ধী৷ আর পুত্র রাহুল? তিনি বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে ১৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত হয়ে বিজেপিকে নিশানা করে হুঙ্কার ছাড়লেন৷
[নয়া বছরে স্বল্প সঞ্চয়ে কমছে সুদ]
সূত্রের খবর, গোয়ায় দিব্যি খোশমেজাজেই রয়েছেন সোনিয়া৷ একটি রিসর্টে রয়েছেন৷ সেখানেই সাইকেল চালাচ্ছেন৷ কেউ সেলফি তুলতে চাইলে দিব্যি হাসিমুখে পোজ দিচ্ছেন৷ সোশ্যাল মিডিয়াতে সেই ছবিও ঘোরাফেরা করছে৷ ১৬ ডিসেম্বর জাতীয় কংগ্রেসের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে পুত্র রাহুলের হাতে তুলে দেন সোনিয়া৷ তারপরেই চলে গিয়েছেন ছুটি কাটাতে৷ শরীরও খুব একটা ভাল ছিল না৷ তাই বোধহয় রাজনীতি থেকে খানিক অবসর নিয়ে একান্তে সময় কাটাচ্ছেন গোয়ায়৷ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ফের দলীয় কাজে যোগ দিতে পারেন সোনিয়া গান্ধী৷
[সাবধান! বছর শেষেই বাতিল হয়ে যাবে এই ব্যাঙ্কগুলির চেক বই]
মায়ের অনুপস্থিতিতে অবশ্য দলের রাশ শক্ত হাতে ধরেছেন রাহুল৷ বদলে গিয়েছে তাঁর বডি ল্যাঙ্গুয়েজ৷ সোশ্যাল মিডিয়াতেও নিজের ইমেজ অনেকটাই বদলে ফেলেছেন রাহুল৷ মানুষের আরও কাছে পৌঁছে যাচ্ছেন৷ পুরোদস্তুর রাজনীতিতে মন দিয়েছেন৷ এদিনও দিল্লিতে কংগ্রেসের দপ্তরে দাঁড়িয়ে বিজেপিকে নিশানা করে তীব্র আক্রমণ করেছেন৷ বলেছেন, ‘আজ সংবিধানকেও চ্যালেঞ্জ জানাচ্ছে বিজেপি৷ কংগ্রেসের কর্মী-সহ আমাদের প্রত্যেকের দায়িত্ব দেশের অখণ্ডতাকে রক্ষা করা৷’ এদিন দলীয় দপ্তরে শিশুদের মিষ্টি বিতরণ করেন রাহুল৷ যে রাহুল এতদিন ছুটি নিয়ে বেড়াতে যাওয়ার জন্য আলোচিত হতেন, সেই রাহুল এখন রাজনীতিতে মনোযোগ দিয়েছেন৷ আর দলের দীর্ঘদিনের সভানেত্রী সোনিয়া গান্ধী এবার গোয়ায় বেড়াতে গেলেন৷
[‘কুলভূষণের সঙ্গে পাকিস্তানে যোগ্য আচরণ’, সপা সাংসদের মন্তব্যে শোরগোল]
The post কংগ্রেসের দায়িত্বে রাহুল, গোয়ায় ছুটি কাটাতে গেলেন সোনিয়া appeared first on Sangbad Pratidin.