সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অগস্টা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারিতে অস্বস্তি আরও বাড়ল কংগ্রেসের। এবার সরাসরি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর নাম নিলেন মিডলম্যান ক্রিশ্চিয়ান মিশেল। ইডির তরফে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টকে জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদের সময় প্রাক্তন কংগ্রেস সভানেত্রী তথা ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর নাম নিয়েছেন ক্রিশ্চিয়ান মিশেল। পরোক্ষে উল্লেখ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কথাও। যদিও, ঠিক কীসের প্রেক্ষিতে সোনিয়া বা রাহুলের নাম নিলেন তা অবশ্য আদালতে জানায়নি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে এদিন মিশেলের আট দিনের হেফাজত চায় ইডি। নিজেদের দাবির স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে আর্থিক তদন্তকারী সংস্থাটি জানায়, মিশেলের সঙ্গে অন্য এক ব্যক্তির কথোপকথনের সময় এক প্রভাবশালীর নাম উঠে এসেছে। যাঁর নাম ‘R’ দিয়ে শুরু। ইডি সেই ব্যক্তির খোঁজ করতে চায়। ইডির দাবি, জিজ্ঞাসাবাদের সময় মিশেল প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নাম নিয়েছেন। ইডির আইনজীবীর দাবি, জিজ্ঞাসাবাদের সময় মিশেল বলেছেন, “ওই ইটালিয়ান মহিলার ছেলে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, আর কীভাবে হবেন সেটাও তিনি জানেন।” উল্লেখ্য, এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনের নাম নিয়েছিলেন ওই মিডলম্যান। ইডির দাবি অনুযায়ী, মিশেল তাদের জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে অগস্টার কাছ থেকে চপার কিনতে বাধ্য করা হয়েছিল। এদিনের শুনানি শেষে মিশেলকে ৭ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে পাটিয়ালা হাউস আদালত।
[অগস্টায় বাধ্য হন মনমোহন, বিস্ফোরক তথ্য ফাঁস মিশেলের চিঠিতে]
এদিকে দলের দুই শীর্ষনেতার নাম জড়ানোয় চূড়ান্ত অস্বস্তিতে কংগ্রেস। তড়িঘড়ি সাফাই দিয়েছেন দলের মুখপাত্র আরপিএন সিং দাবি করেছেন, “মিশেলের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে গান্ধী পরিবারের সদস্যদের নাম নেওয়ার জন্য। কেন চৌকিদার কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে মিশেলের উপর চাপ সৃষ্টি করছেন? বিজেপির প্রচার বাহিনী এটার প্রচার করতে দিনরাত কাজ করে যাচ্ছে।”
The post চপার কেলেঙ্কারিতে এবার সরাসরি নাম জড়াল রাহুল-সোনিয়ার, বিস্ফোরক মিশেল appeared first on Sangbad Pratidin.