shono
Advertisement

মোহনবাগান ড্রেসিংরুম থেকে মোবাইল চুরির ঘটনায় মুখ খুললেন সোনি

কী বক্তব্য হাইতিয়ান ম্যাজিশিয়ানের? The post মোহনবাগান ড্রেসিংরুম থেকে মোবাইল চুরির ঘটনায় মুখ খুললেন সোনি appeared first on Sangbad Pratidin.
Posted: 02:36 PM Oct 27, 2018Updated: 02:36 PM Oct 27, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার জুনিয়র ডার্বি ঘিরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মোহনবাগান মাঠ। অভিযোগ ওঠে মোহনবাগান ভক্তদের হাতে প্রহৃত হন বেশ কয়েকজন ইস্টবেঙ্গল সমর্থক। সেই ঘটনার পর সবুজ-মেরুন সমর্থকদের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেই একটি পোস্ট করলেন সোনি নর্ডি।

Advertisement

ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। নেটদুনিয়ায় ছড়িয়ে গিয়েছিল যে বাগান ড্রেসিংরুম থেকে নাকি চুরি গিয়েছে হাইতিয়ান স্ট্রাইকারের মোবাইল। সেই ঘটনাই শুক্রবার আই লিগে অনূর্ধ্ব ১৮ মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ চলাকালীন তুলে ধরেন বিপক্ষ সমর্থকরা। গ্যালারিতে দেখা যায়, মোহনবাগান পতাকায় লাল-হলুদ সমর্থকরা লিখে দিয়েছেন “আমরাই মোবাইল চোর।” অভিযোগ, ইস্টবেঙ্গল ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর সবুজ-মেরুন পতাকায় আগুনও ধরিয়ে দেওয়া হয়। আর তাতেই মেজাজ হারান বাগান ভক্তরা। হাতাহাতিতে জড়ান দুই দলের সমর্থক। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ক্ষুব্ধ বাগান ফ্যানরা এরপর বাঁশ নিয়ে তাড়া করেন লাল-হলুদ সমর্থকদের দিকে বলে অভিযোগ। তখনই আহত হন বেশ কয়েকজন। কোনওরকমে মাঠ ছেড়ে ইস্টবেঙ্গল ক্লাবের দিকে এগিয়ে যান সেই সমর্থকরা। তবে পতাকায় আগুন দেওয়ার বিষয়টি অস্বীকার করেন তাঁরা। এমন ঘটনা দেখে বিস্মিত এবং দুঃখিত সোনি নর্ডি। মোবাইল চুরির বিষয়টি পরিষ্কার করতে নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি।

বাগানের ঘরের ছেলে লেখেন, “ফেসবুকে দেখলাম একটা ঘুরে বেড়াচ্ছে। বাগান ড্রেসিংরুম থেকে নাকি আমার মোবাইল চুরি হয়েছে। কিন্তু আমি জানাতে চাই, এমন খবর সম্পূর্ণ মিথ্যে। মোহনবাগানের হয়ে পাঁচ বছর খেলছি। কিন্তু এমন ঘটনার সম্মুখীন কোনওদিন হইনি। আমার এবং সমস্ত মোহনবাগান সমর্থকদের কাছে এই ক্লাব মন্দিরের মতো। যে বা যাঁরা এই ধরনের ভুল খবর প্রচার করছেন, তাঁরা দয়া করে এ কাজ থেকে বিরত থাকুন।” বাগান সমর্থকদের পাশে যে তিনি ছিলেন এবং রয়েছেন, তা আরও একবার প্রমাণ করে দিলেন হাইতিয়ান ম্যাজিশিয়ান।

The post মোহনবাগান ড্রেসিংরুম থেকে মোবাইল চুরির ঘটনায় মুখ খুললেন সোনি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার