shono
Advertisement

Breaking News

RG Kar protest

মিছিলে হাঁটার অনুমতি মেলেনি, মোমবাতি জ্বালিয়ে আর জি কর কাণ্ডের প্রতিবাদ সৌরভের

মেয়ে সানাকে নিয়ে মোমবাতি জ্বালান ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।
Published By: Anwesha AdhikaryPosted: 09:55 PM Aug 21, 2024Updated: 11:37 PM Aug 21, 2024

আলাপন সাহা: আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামতে চেয়েছিলেন। কিন্তু পুলিশের অনুমতি মেলেনি। তবুও মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচিতে শামিল হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার রাতে বেহালায় প্রতিবাদ মিছিল শেষ হওয়ার পরে মেয়ে সানাকে নিয়ে মোমবাতি জ্বালান ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সেখানে হাজির ছিলেন সৌরভপত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ও। 

Advertisement

আর জি কর কাণ্ডের প্রতিবাদে (RG Kar Protest) উত্তাল গোটা কলকাতা। পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন তারকা থেকে আমজনতা সকলেই। সেই প্রতিবাদে শামিল হতে চেয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার দুটি প্রতিবাদ মিছিলে হাঁটার কথা ছিল তাঁর। কিন্তু পুলিশের অনুমতি না মেলায় আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামতে পারেননি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। উল্লেখ্য, প্রথম থেকেই বিষয়টি নিয়ে সোচ্চার ছিলেন ছিলেন সৌরভ।

[আরও পড়ুন: অলিম্পিকের সাফল্যে তুঙ্গে জনপ্রিয়তা, ৩ গুণ বাড়ল ভিনেশের বিজ্ঞাপনী আয়]

বুধবার দুটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল সৌরভের। কিন্তু তাঁকে অবস্থান বিক্ষোভ বা মিছিলে যোগ দেওয়ার অনুমতি দেয়নি প্রশাসন। সন্ধ্যা সাড়ে সাতটার সময় ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল থেকে দীক্ষামঞ্জরী থেকে ডাক দেওয়া হয় প্রতিবাদ মিছিলের। কিন্তু বুধবার বিকেল গড়াতে খবর ছড়ায়, ওই মিছিলে হাঁটার জন্যও প্রিন্স অফ ক্যালকাটাকে হাঁটার অনুমতি দেয়নি পুলিশ।

 

তবে মিছিলে না হাঁটলেও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিলেন সৌরভ। বুধবার সিএবির এক কর্তাকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার সময়ে রাতে বেহালায় প্রতিবাদ মিছিলে পৌঁছে যান প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। মিছিলে না হাঁটলেও অপেক্ষা করেন পদযাত্রা শেষ হওয়ার জন্য। তার পরে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানান। সৌরভের সঙ্গে ছিলেন কন্যা সানা এবং স্ত্রী ডোনা। মোমবাতি জ্বালিয়ে নারীদের জন্য নিরাপদ সমাজ গড়ার দাবি জানান সৌরভপত্নী।

[আরও পড়ুন: সন্দীপের পরিবারকে নিরাপত্তা দিতে হবে, পুলিশকে নির্দেশ হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রতিবাদে শামিল হতে চেয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার দুটি প্রতিবাদ মিছিলে হাঁটার কথা ছিল তাঁর।
  • সন্ধ্যা সাড়ে সাতটার সময় ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল থেকে দীক্ষামঞ্জরী থেকে ডাক দেওয়া হয় প্রতিবাদ মিছিলের। কিন্তু বুধবার বিকেল গড়াতে খবর ছড়ায়, ওই মিছিলে হাঁটার জন্যও প্রিন্স অফ ক্যালকাটাকে হাঁটার অনুমতি দেয়নি পুলিশ।
  • বুধবার রাতে বেহালায় প্রতিবাদ মিছিল শেষ হওয়ার পরেই সেখানে পৌঁছে যান প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট।
Advertisement