সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন নতুন সিরিজে নতুন নতুন অধিনায়ক। গত একবছরে এটাই ভারতীয় ক্রিকেটের ট্রেন্ড। অনেকেরই এই নীতি না-পসন্দ। এই তালিকায় রয়েছেন খোদ বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ড সভাপতি স্পষ্টতই মেনে নিচ্ছেন এভাবে বারবার অধিনায়ক বদলালে দলের ছন্দ নষ্ট হয়।
বস্তুত, সৌরভের (Sourav Ganguly) আমলেই বিরাট কোহলির হাত থেকে নিয়মিত অধিনায়কের ব্যাটন উঠেছে রোহিত শর্মার হাতে। কিন্তু অধিনায়ক হওয়ার পর অধিকাংশ সিরিজেই রোহিত হয় বিশ্রাম নিয়েছেন নাহয় চোটের জন্য বাইরে থেকেছেন। তাছাড়া কোভিড পরবর্তী ঠাসা ক্রীড়াসূচির চাপে অনেক সিরিজেই সিনিয়রদের বিশ্রাম দেওয়া হচ্ছে যার জেরে মাঝেমাঝেই বদলাতে হচ্ছে অধিনায়ক।
[আরও পড়ুন: অশ্বিন বাদ গেলে বিরাট নয় কেন? ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টির আগে প্রশ্ন কপিলের]
কোচ হওয়ার পর ইতিমধ্যেই রোহিত শর্মা, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, জশপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) মতো তারকাদের অধিনায়ক হিসাবে পেয়েছেন রাহুল দ্রাবিড়। এবার পালা শিখর ধাওয়ানের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন ধাওয়ান। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) মনে করছেন, এই পদ্ধতি সঠিক নয়। তাঁর মতে,”অল্প সময়ে সাত অধিনায়কের ভাবনা মোটেই আদর্শ নয়। তবে বাধ্য হয়েই এটা করতে হয়েছে। দক্ষিণ আফ্রিকায় রোহিতের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। তার আগেই চোট পেয়ে গেল। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে আবার কে এল রাহুল চোট পেয়ে যায়। ইংল্যান্ডে আবার রোহিতের করোনা হল। তাই এক্ষেত্রে কাউকে দোষারোপ করা ঠিক নয়।”
[আরও পড়ুন: আচমকা CSK সংক্রান্ত সব পোস্ট মুছে ফেললেন জাদেজা! তবে কি দল ছাড়ছেন? তুঙ্গে জল্পনা]
শুধু অধিনায়ক বদল নয়। সিনিয়রদের লাগাতার বিশ্রাম নেওয়া নিয়েও একপ্রকার অসন্তোষ প্রকাশ করেছেন বিসিসিআই প্রেসিডেন্ট। তাঁর সাফ কথা, “সারা জীবন আমি একটা জিনিস বিশ্বাস করে এসেছি। আমরা যত বেশি খেলব, তত ভাল ছন্দে থাকব। এই পর্যায়ে এসে বেশি বেশি করে খেলা দরকার। বেশি ম্যাচ খেললে শরীর সবল থাকে।”