সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব প্রশ্নাতীত। তা সে দেশের জার্সি গায়ে হোক কিংবা আইপিএলে। চেন্নাই সুপার কিংসকে তিন-তিনটি ট্রফি এনে দিয়েছেন ক্যাপ্টেন কুল। আইপিএলে তাঁর মতো সফল অধিনায়কের সংখ্যা নেহাতই হাতে গোনা। অথচ সেই ধোনিকেই আইপিএলের স্বপ্নের একাদশ থেকে বাদ দিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়! স্বপ্নের একাদশের নেতা হিসেবে বিসিসিআই সভাপতি বেছে নিয়েছেন নিজেকেই।
ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ। বিদেশের মাটিতে তাঁর সাফল্য আজও চর্চিত ক্রিকেট মহলে। কিন্তু আইপিএলে তিনি সেভাবে সফল নন। তা সত্ত্বেও স্বপ্নের আইপিএল এগারোয় নেতার ভূমিকায় নিজের নামই রাখলেন দাদা। দলে জায়গাই দিলেন না ধোনিকে। বরং দলের উইকেটকিপার হিসেবে বেছে নিয়েছেন ঋষভ পন্থকে। সৌরভের দল দেখে বেশ অবাকই হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। দাদা যদিও বলছেন, “এটা পুরোটাই মজা করার জন্য। পন্থ একজন তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান। এটা নিয়ে কোনও বিতর্ক চাই না।”
[আরও পড়ুন: ১৫ বছর আগে কেমন ছিল ওয়ানডে-তে অভিষেকের আগের রাতটা? জানালেন ধোনি]
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতির পদে বসেই এমএসের প্রশংসা করেছিলেন সৌরভ। বলেছিলেন, ধোনির মতো চ্যাম্পিয়নরা সহজে হারিয়ে যান না। সঙ্গে মাহির অবসর প্রসঙ্গে বলেছিলেন, এ নিয়ে ধোনির সঙ্গে কথা হয়েছে। এ বিষয়ে কোনও ধোঁয়াশা নেই। যদিও গত দু-এক বছরে টি-টোয়েন্টিতে ধোনির ফর্ম নিয়ে বারবার প্রশ্ন তুলতে শোনা গিয়েছে সৌরভকে। ছোট ফরম্যাটে ধোনি যে আর আগের মতো ছন্দে নেই, একটা সময় তা সোজাসাপটাই বলেছিলেন সৌরভ। এবার স্বপ্নের আইপিএল একাদশ থেকে ধোনিকে বাদ দিয়ে যেন নিজের মন্তব্যকেই মান্যতা দিলেন বোর্ড সভাপতি।
তবে ধোনিকে বাদ দিয়ে ঋষভকে নেওয়ায় অনেকেই সিঁদুরে মেঘ দেখছেন। সৌরভ মুখে যতই বলুন, মজা করেই তিনি দল বেছেছেন, কিন্তু এর মধ্যে অন্য বার্তার ইঙ্গিত পাচ্ছে ক্রিকেট মহলের একাংশ। অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনির বদলে ঋষভের নামই ভাবছেন জাতীয় নির্বাচকরা। আর কাকতালীয়ভাবে সেই ভাবনা মিলে গিয়েছে সৌরভের ভাবনার সঙ্গে। তবে কি ধোনির বিদায় সত্যিই আসন্ন? উঠছে প্রশ্ন। চলুন একনজরে দেখে নেওয়া যাক সৌরভের স্বপ্নের আইপিএল একাদশ।
[আরও পড়ুন: নয়া রেকর্ড রোহিত-বিরাটের, তৃতীয় ওয়ানডে জিতে সিরিজ পকেটে পুরল ভারত]
সৌরভ গঙ্গোপাধ্যায় (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নাস, ঋষভ পন্থ, আন্দ্রে রাসেল, জশপ্রীত বুমরাহ, মার্কাস স্টয়নিস, রিয়ান পরাগ, জোফ্রা আর্চার এবং রবীন্দ্র জাদেজা।
The post স্বপ্নের আইপিএল একাদশে নিজেকেই অধিনায়ক বাছলেন সৌরভ, বাদ দিলেন ধোনিকে appeared first on Sangbad Pratidin.