shono
Advertisement

Breaking News

‌করোনার থাবা প্রোটিয়া শিবিরে, টসের আগেই স্থগিত ইংল্যান্ড–দক্ষিণ আফ্রিকা ওয়ানডে

স্থগিত হয়ে যাওয়া ম্যাচটি কবে হবে?‌
Posted: 08:08 PM Dec 04, 2020Updated: 08:08 PM Dec 04, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ করোনা সংক্রমণের (Corona Pandemic) জেরে এবার বাতিল হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। প্রোটিয়া শিবিরের এক ক্রিকেটারের কোভিড-১৯ (Covid-19) রিপোর্ট পজিটিভ আসায় ইংল্যান্ড (England)–দক্ষিণ আফ্রিকা (South Africa) ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুক্রবার স্থগিত হল। ম্যাচটি খেলা হবে আগামী রবিবার। ক্রিকেট সাউথ আফ্রিকার পক্ষ থেকে টুইট করেও এই খবর দেওয়া হয়েছে।

Advertisement

 

এদিন কেপটাউনের (Cape Town) নিউল্যান্ডস (Newlands) মাঠে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের। বৃহস্পতিবার রাতে রুটিন মাফিক পরীক্ষা হয় দু’‌দলের ক্রিকেটারদের। শুক্রবার রিপোর্টে দেখা যায়, প্রোটিয়া দলের এক ক্রিকেটারের করোনা পজিটিভ। এরপরই ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা আধিকারিকরা এবং দুই দেশের বোর্ড কর্তারা একযোগে ম্যাচ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। শুক্রবারের ম্যাচ পুনরায় রবিবার (৬ ডিসেম্বর) খেলা হবে বলে জানানো হয়েছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের তরফে। অর্থাৎ পূর্ব–নির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের সিরিজটি যেখানে হওয়ার কথা ছিল ৪, ৬ এবং ৯ ডিসেম্বর। নতুন সূচিতে ম্যাচগুলো খেলা হবে ৬, ৭ এবং ৯ ডিসেম্বর। একই মাঠে ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় ম্যাচ পিছোতে অসুবিধা হয়নি। প্রসঙ্গত, সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে প্রোটিয়াদের ৩–০ হারিয়ে দিয়েছে ইয়ন মর্গ্যানের ইংল্যান্ড।

[আরও পড়ুন: ‘কনকাশন সাব’ চাহালের কামাল, জয় দিয়ে টি-২০ সিরিজ শুরু ভারতের]

এদিকে, অস্ট্রেলিয়ায় (Australia) বিগব্যাশে (Big Bash League) অংশ নেওয়া আফগান (Afghanistan) ক্রিকেটার মুজিবর রহমানও (Mujeeb Ur Rahman) করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি। বিশ্বের দু’‌নম্বর টি–টোয়েন্টি বোলার বিবিএলে ব্রিসবেন হিটের (Brisbane Heat) অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। একটি হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন। তখনই শারীরিকভাবে অসুস্থবোধ করায় তাঁর করোনা পরীক্ষা হয়। এরপর সেই রিপোর্ট পজিটিভ আসলে ‌তাঁকে কুইন্সল্যান্ডের হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

[আরও পড়ুন: ‘প্রথমে ন‌ারীবিদ্বেষী মানেই জানতাম না’, করণ জোহরের শো বিতর্কে মুখ খুললেন হার্দিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement