সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের পিচ নিয়ে বিতর্ক চলছেই। ভারত-পাক ম্যাচে টিম ইন্ডিয়া করেছিল মাত্র ১১৯ রান। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচে প্রোটিয়ারা প্রথমে ব্যাট করে তুলেছিল ১১৩ রান। আর দুক্ষেত্রেই দেখা গেল বোলাররাই ম্যাচ জেতালেন। রবিবার ভারতকে জিতিয়েছিলেন বুমরাহ-অর্শদীপরা। সোমবার কেশব মহারাজ, রাবাডারা। এবারের বিশ্বকাপ কি তাহলে বোলারদের হতে চলেছে?
টি-টোয়েন্টি ফরম্যাট মানেই ধুমধারাক্কা ক্রিকেট। নিউ ইয়র্কে সেই ক্রিকেটটাই দেখা যাচ্ছে না। ১২০-র কাছাকাছি রানও অনেক বলেই মনে হচ্ছে। দক্ষিণ আফ্রিকার হার্ড হিটিং ব্যাটার হেনরিক ক্লাসেন নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের বাইশ গজ প্রসঙ্গে বলেছেন, ''এই পিচ মোটেও ভালো বিজ্ঞাপন নয়।''
[আরও পড়ুন: ইস্টবেঙ্গলেই থাকছেন সল ক্রেসপো, লাল-হলুদের সঙ্গে দুবছরের চুক্তিবৃদ্ধি স্প্যানিশ মিডফিল্ডারের]
বাংলাদেশের বিরুদ্ধে শুরু থেকেই বিপর্যয় নামে দক্ষিণ আফ্রিকার ইনিংসে। প্রোটিয়ারা ২৩ রানেই হারিয়ে ফেলে চার-চারটি উইকেট। ধস সামলান ক্লাসেন। ৪৬ রান করে তিনি ম্যাচের সেরাও হন। সেই ক্লাসেন নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের বাইশ গজ সম্পর্কে কড়া মন্তব্য করলেও, রুদ্ধশ্বাস ম্যাচ সম্পর্কে জানিয়েছেন, এই ধরনের ম্যাচ হৃদপিণ্ডের ক্ষতি করে। প্রোটিয়া তারকাকে বলতে শোনা গিয়েছে, ''এমন ম্যাচ হৃদপিণ্ডের জন্য ভালো নয়। তবে আমরা জিততে পেরে খুশি। ১১৩ রান এই পিচে যথেষ্ট।''
প্রোটিয়া ব্রিগেডে রয়েছে টি-টোয়েন্টির বিশেষজ্ঞ ব্যাটার। এটাই বড় সুবিধা বলে মনে করছেন ক্লাসেন। তিনি বলছেন, ''আমাদের দলে অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। এটাই আমাদের ইতিবাচক দিক।''