shono
Advertisement

রত্না মানসিকভাবে অসুস্থ, বিতর্কের মধ্যেই মুখ খুললেন বৈশাখি

মায়াকান্না কাঁদছেন বৈশাখি, পালটা রত্নার। The post রত্না মানসিকভাবে অসুস্থ, বিতর্কের মধ্যেই মুখ খুললেন বৈশাখি appeared first on Sangbad Pratidin.
Posted: 07:43 PM Nov 22, 2018Updated: 07:43 PM Nov 22, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগ নিয়েই ঝড় বইছে রাজ্য রাজনীতিতে৷ আর এই ঝড়ের মাঝে বারবার উঠে আসছে বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের নাম৷ সমালোচনা, অভিযোগ যত যাই হোক না কেন ‘বিপদের বন্ধু’-র পাশে শোভন৷ রত্নার অভিযোগের উত্তর দিতে এবার নিজেই মুখ খুললেন বৈশাখি৷ রত্না মানসিকভাবে অসুস্থ বলেও কটাক্ষ করলেন তিনি৷

Advertisement

[দলের প্রয়োজনে কাউন্সিলর পদও ছাড়তে রাজি, ইস্তফার পর জানালেন শোভন]

বহুদিন আগেই শোভন-রত্নার মাঝে এসে পড়েছিলেন বৈশাখি৷ অন্তত শোভন ঘরনির দাবি ছিল এমনটাই৷ তাঁর অভিযোগ, দু-দশকের বেশি সময়ের দাম্পত্য সম্পর্কে নাকি চিড় ধরিয়েছিলেন বৈশাখি৷ রত্নার দাবি, নতুন বান্ধবীর জন্যই স্ত্রী, ছেলেমেয়ের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে শোভনের৷ শুধু তাই নয় বৈশাখির সঙ্গে সম্পর্ককে নাকি ভাল চোখে নেননি মমতা বন্দ্যোপাধ্যায়ও, দাবি রত্নার৷ তাই ‘স্নেহধন্য’ শোভন দলে হয়ে গিয়েছিলেন কোণঠাসা৷ এই পরিস্থিতিতে মন্ত্রিত্ব, মেয়র পদ থেকে অব্যাহতি নিতে হয়েছে শোভনকে৷ রত্নার দাবি, এই গোটা পরিস্থিতির জন্য একমাত্র দায়ী বৈশাখি৷

[শোভনকে আইনি নোটিস রত্নার, সাতদিনের মধ্যে জবাব তলব]

রত্নার পাশে দাঁড়িয়ে এই অভিযোগের জবাবে আগেই সুর চড়িয়েছিলেন শোভন৷ রত্নার দাবি সম্পূর্ণ মিথ্যে বলেই দাবি করেছিলেন তিনি৷ এবার স্বপক্ষে সুর চড়িয়ে সমস্ত অভিযোগ নস্যাৎ করলেন বৈশাখি নিজেই৷ রত্না মানসিকভাবে অসুস্থ, দাবি তাঁর৷ রত্না-শোভনের দাম্পত্য সম্পর্কের অবনতির নেপথ্যে পারিবারিক বন্ধু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকেই আঙুল তুললেন বৈশাখি৷ তাঁর দাবি, ভাইয়ের মতো বলে দাবি করলেও রত্নার সঙ্গে অভিজিতের সম্পর্ক অন্যরকম৷ ২০০৫-০৬ সাল থেকে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে৷ ইডি মামলায় যখন জেরবার শোভন, তখনই নাকি রত্না-অভিজিতের ঘনিষ্ঠতা বাড়ে বলেও দাবি বৈশাখির৷ অভিজিতের জন্যই শোভন-রত্নার দাম্পত্য অশান্তির জল আদালত পর্যন্ত গড়ায় বলেও দাবি তাঁর৷

[বৈশাখীকে খুনের চেষ্টা করেছিলেন রত্না, বিস্ফোরক অভিযোগ শোভনের]

শোভন আগেই অভিযোগ করেছিলেন, তাঁর স্ত্রী নাকি বৈশাখি এবং তাঁর মেয়েকে খুনের চেষ্টা করেছে৷ একই অভিযোগ করেন বৈশাখিও৷ রত্না এবং অভিজিতের যৌথ সংস্থার নামে প্রচুর সম্পত্তির উৎস কী, সে বিষয়ে প্রশ্ন তোলেন তিনি৷এদিকে, পালটা বৈশাখিকে আক্রমণ শানিয়েছেন রত্নাও। মায়াকান্না কাঁদছেন বিদায়ী মেয়রের বান্ধবী, পালটা কটাক্ষ রত্নার। অভিজিত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিহবাহ-বহির্ভূত সম্পর্কের যে অভিযোগ উঠছিল তাও খারিজ করেছেন মেয়র-পত্নী।

The post রত্না মানসিকভাবে অসুস্থ, বিতর্কের মধ্যেই মুখ খুললেন বৈশাখি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement