shono
Advertisement

‘উর্দিকে মিস করব’, দায়িত্ব থেকে সরানোর পর আবেগতাড়িত এসপি বেদ

বন্ধ হোক উপত্যকায় রক্তক্ষরণ, কাশ্মীরের প্রাক্তন ডিজিপি। The post ‘উর্দিকে মিস করব’, দায়িত্ব থেকে সরানোর পর আবেগতাড়িত এসপি বেদ appeared first on Sangbad Pratidin.
Posted: 01:12 PM Sep 08, 2018Updated: 01:12 PM Sep 08, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘উর্দিটাকে বেশি করে মনে পড়বে৷ ওটা গায়ে চড়ালেই একটা আলাদা গর্ব অনুভব করতাম৷ জীবনের বাকিটা
সময় এই আক্ষেপটা থেকে যাবে৷” এক নাগাড়ে কথাগুলো বলে গেলেন বক্তা৷ জম্মু-কাশ্মীর পুলিশের প্রধান পদ থেকে যাঁকে সদ্যই সরিয়ে
দেওয়া হয়েছে৷ সেই এসপি বেদ জানালেন, কর্মস্থলে কাটানো পুরনো দিনগুলি চিরকাল জীবন্ত থাকবে তাঁর মনে৷ তিনি প্রাণপণ চান, বন্ধ হোক
উপত্যকায় রক্তক্ষরণ৷ শান্তি ফিরুক ভূস্বর্গে৷

Advertisement

[মহাকাশে পাড়ি দিতে প্রস্তুত ভারত, প্রকাশ্যে স্পেস স্যুট ও ক্রু মডিউল]

সূত্রের খবর, জম্মু-কাশ্মীরের পুলিশ প্রধানের পদ থেকে সরিয়ে তাঁকে দেওয়া হয়েছে কম গুরুত্বপূর্ণ পদ৷ এসপি বেদ হয়েছেন রাজ্য পরিবহণ
দপ্তরের নয়া কমিশনার৷ তবে তাঁর পদের এই হঠাৎ রদবদলের পিছনে অন্য গন্ধ পাচ্ছেন ওয়াকিবহাল মহল৷ যার পিছনে প্রধান তিনটি কারণ
দেখতে পাচ্ছেন তাঁরা৷ প্রথমত, জম্মু-কাশ্মীরের নব-নিযুক্ত রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য তৈরি হয় এসপি
বেদের৷ দ্বিতীয়ত, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধেও অভিযোগ করেন তিনি৷ তৃতীয়ত, চলতি মাসেই সেনা অভিযানে ধৃত জঙ্গিদের পরিবারকে
মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেনে বেদ৷ যা নিয়ে তৈরি হয় চরম বিতর্ক৷ কাঠগড়ায় দাঁড় করানো হয় তাঁকে৷ যদিও কোনও বিষয়েই মন্তব্য করতে
চাননি জম্মু-কাশ্মীর পুলিশের প্রাক্তন প্রধান৷

[মানবিকতার নজির, মূক-বধির মহিলার পাশে দাঁড়ালেন অসহায় দম্পতি]

কাঠুয়া গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে দেখা যায় এসপি বেদকে৷ সূত্রের খবর, সেই সময় থেকেই কেন্দ্রের বিজেপি
সরকারের বিরাগভাজন হতে শুরু করেন তিনি৷ সেই কারণেই তাঁকে পদ খোয়াতে হল বলে মনে করছেন অনেকে৷ এই বিষয়ে প্রশ্ন করা হলে
বেদ জানান, অপরাধীদের কোনও জাতি-ধর্ম-রাজনৈতিক পরিচয় হয় না৷ তাদের একটাই পরিচয়, তারা অপরাধী৷ একটানা ২০ মাস
জম্মু-কাশ্মীর পুলিশের প্রধান হিসাবে কাজ করেছেন এসপি বেদ৷ তাঁর সময়ে একাধিক জঙ্গি দমন অভিযানে সফলতা লাভ করেছে রাজ্য
পুলিশ৷ অনেকটাই সামাল দিতে পেরেছেন বিচ্ছিন্নতাবাদীদের ধ্বংসাত্মক বিক্ষোভকে৷ তাঁর স্থানে উপত্যকার নয়া পুলিশ প্রধান বা ডিজিপি করা
হয়েছে দিলবাগ সিংকে৷ এতদিন রাজ্যের কারা দপ্তরের ডিরেক্টর হিসাবে কাজ করতেন তিনি৷ মনে কোনও ক্ষোভ না রেখেই নবাগতকে
স্বাগত জানান এসপি বেদ৷ আশা প্রকাশ করে বলেন, যে কাজ তিনি শেষ করতে পারলেন না৷ সেই কাজ সম্পূর্ণ করবেন দিলবাগ সিং৷

The post ‘উর্দিকে মিস করব’, দায়িত্ব থেকে সরানোর পর আবেগতাড়িত এসপি বেদ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement