shono
Advertisement

সংসদে মহুয়ার বক্তব্যের অপব্যখ্যা, সংবাদমাধ্যমের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস খারিজ

রচনা চুরি করে সংসদে বলেছেন মহুয়া, প্রতিবেদনে এই অভিযোগ তোলে জি নিউজ৷ The post সংসদে মহুয়ার বক্তব্যের অপব্যখ্যা, সংবাদমাধ্যমের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস খারিজ appeared first on Sangbad Pratidin.
Posted: 06:01 PM Jul 04, 2019Updated: 06:01 PM Jul 04, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের আনা স্বাধিকার ভঙ্গের প্রস্তাব খারিজ করে দিলেন লোকসভার স্পিকার৷ সংসদে প্রথমবার পা দিয়ে প্রথম বক্তৃতায় দলমত নির্বিশেষে সকলকে মুগ্ধ করেছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র৷ কিন্তু জি নিউজের মতো সর্বভারতীয় একটি সংবাদমাধ্যম অভিযোগ তুলেছিল, তাঁর বক্তব্যের অধিকাংশ অংশই চুরি করা৷

Advertisement

[আরও পড়ুন: মৃত্যুর আগে মা-বাবাকে হোয়াটসঅ্যাপে মেসেজ, দিল্লিতে যুবকের মৃত্যু ঘিরে রহস্য]

আর এর বিরোধিতা করেই বুধবার জি নিউজ এবং তার সম্পাদক সুধীর চৌধুরির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনেন মহুয়া মৈত্র৷ স্পিকারকে তিনি বলেন, ‘মহাশয়, ২২৫ নং আইন অনুযায়ী, আমি জি টিভি এবং তার সম্পাদক সুধীর চৌধুরির বিরুদ্ধে আমার বিরুদ্ধে মিথ্যে বলার জন্য স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনছি৷’ এদিন তিনি সাংবাদিকদের বিরুদ্ধেও অভিযোগ করেন৷

মার্টিন লংম্যান নামে এক ব্যক্তির রচনা থেকে চুরি করে সংসদে বক্তব্য রেখেছিলেন মহুয়া মৈত্র, নিজেদের প্রতিবেদনে এই অভিযোগ তুলেছিল জি নিউজ কর্তৃপক্ষ৷ তাঁদের তোপ দেগে মহুয়া বলেছেন, ‘যাঁর রচনা চুরি করার অভিযোগ আপনারা তুলেছিলেন, সেই মার্টিন লংম্যান নিজে কী লিখেছেন, দেখুন৷’ স্পিকারের কাছে স্বাধিকার ভঙ্গের নোটিসের পাশাপাশি তিনি একটি বিবৃতিও জারি করেন৷

[আরও পড়ুন: আগামী অর্থবর্ষে বৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ, বাজেটের আগে আর্থিক সমীক্ষা মোদি সরকারের]

ওই দিন সংসদে বিজেপিকে বিঁধতে মহুয়ার বক্তৃতায় উঠে এসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের হলোকাস্ট মিউজিয়ামের উল্লেখ৷ ২০১৭ সালে আমেরিকার হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়ামে একটি তালিকা প্রকাশিত হয়েছে৷ যার মধ্যে ফ্যাসিজমের আগাম লক্ষ্যণগুলি রয়েছে বলে তিনি উল্লেখ করেছিলেন৷ আর এটি উল্লেখ করে তিনি বলতে চেয়েছেন, নব্য ফ্যাসিজম আজকের পৃথিবীর বিপদ বাড়াচ্ছে৷ জি নিউজের দাবি ছিল, এই অংশটি মার্টিন লংম্যানের লেখা৷ তার বিরোধিতা করে তৃণমূল সাংসদের পাশে লংম্যান নিজে দাঁড়ালেও স্পিকার এই অভিযোগ গুরুত্ব দেননি৷ বুধবার তা খারিজ করে দিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷

The post সংসদে মহুয়ার বক্তব্যের অপব্যখ্যা, সংবাদমাধ্যমের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস খারিজ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement