shono
Advertisement

Breaking News

ইউরিক অ্যাসিড হলে কি টমেটো, পিঁয়াজ একেবারেই খাবেন না? কী বলছেন বিশেষজ্ঞরা?

সাবধান! বেহিসেবি খাবারে কিন্তু সমস্যা মারাত্মক হতে পারে।
Posted: 09:14 PM Mar 10, 2021Updated: 03:47 PM Mar 12, 2021

পুরুষ হোন বা মহিলা, ইউরিক অ্যাসিডের (Uric acid) সমস্যা কাবু করে দেয় উভয়কেই। পরিত্রাণ পেতে কেমন ডায়েট করবেন, হদিশ দিলেন ফর্টিস হেল্‌থ কেয়ারের ডায়েটিশিয়ান সোহিনী শীল। শুনলেন শ্যামশ্রী সাহা।

Advertisement

সকালে উঠে মাটিতে পা ফেলতেই ব‌্যথা শুরু। দু’-একদিন পর হাত-পায়ের জয়েন্টেও একই অবস্থা। কিছুক্ষণ হাঁটাচলার পর ব‌্যথা কমছে ঠিকই, কিন্তু পুরোপুরি সারছে না। জয়েন্ট ফুললে সমস্যা আরও বাড়ছে। মাটিতে পা ফেলাটাই তখন বিভীষিকা। একজন সুস্থ, সবল মানুষ রাতারাতি শয‌্যাশায়ী। এতটাই মারাত্মক হতে পারে ইউরিক অ‌্যাসিডের সমস্যা।

কেন হয়-
৪০ বছরের পর এমন সমস‌্যা হয়। তবে অনিয়ন্ত্রিত খাদ‌্যাভাস, প্রোটিনের আধিক্য, মদ্যপানের জন্য এখন অল্পবয়সিদের মধ্যেও এর প্রবণতা বাড়ছে। অনেকেই তাড়াতাড়ি ওজন কমাতে কার্বোহাইড্রেট বাদ দিয়ে প্রোটিন বেশি খান। সেখান থেকেই সমস‌্যার সূত্রপাত।
মেটাবলিক ডিসঅর্ডারের জন‌্য শরীরের বিভিন্ন জয়েন্ট ইউরিক অ‌্যাসিডের ক‌্যালসিফিকেশনহয়, ফলে ইনফ্লেমেশন হয়ে ফুলে যায়। মহিলাদের তুলনায় পুরুষদের ইউরিক অ‌্যাসিডের সমস‌্যা বেশি। মহিলাদের শরীরের ইস্ট্রোজেন হরমোন ইউরিক অ‌্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করে।

[আরও পড়ুন: ২৫ শতাংশের হৃদযন্ত্রে সমস্যা, ভোগেন উচ্চ রক্তচাপেও, নয়া সমীক্ষায় বাড়ছে উদ্বেগ]

কী খাবেন আর কী খাবেন না?

  • ইউরিক অ‌্যাসিডের ডায়েট নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে। অনেকেই টমেটো খাওয়া ছেড়ে দেন। রান্নায় টমেটো, পিঁয়াজ খেতে পারেন তবে কাঁচা পিঁয়াজ বা টমেটো খাবেন না।
  • ভাত, রুটি, চিঁড়ে, মুড়ি, ভুট্টা খেতে পারেন। পালং, ফুলকপি, বাঁধাকপি অল্প খাবেন।
  • বীজ আছে এরকম সবজিও খেতে পারেন, পরিমাণ কম। তৈলাক্ত নয় এমন মাছ খান।
  • ইলিশে ওমেগা থ্রি ফ‌্যাটি অ‌্যাসিড থাকে। বর্ষাকালে এক-দু’দিন ইলিশ খেলে সমস‌্যা নেই।
  • সব ফল খেতে পারেন। তবে মিক্সড ফ্রুটের বদলে সারাদিনে যে কোনও একটা ফল খান। ড্রাই ফ্রুটস চলবে।
  • ২০০-২৫০ এম.এল.-এর বেশি দুধ খাবেন না। দই, ছানা খেতে পারেন।
  • খাবারের তালিকা থেকে প্রোটিনের পরিমাণ কমান। ৬০ কেজি ওজনের কেউ সারাদিনে ৬০ গ্রামের বেশি প্রোটিন খাবেন না।
  • ডাল বা ডাল থেকে তৈরি জিনিস, রাজমা, সয়াবীন খাদ‌্যতালিকা থেকে সরিয়ে রাখুন।
    ডিমের সাদা অংশই খেতে পারেন।
  • চিকেন চলবে। মাটন, মাটনের মেটে, চিংড়ি খাবেন না।
  • অক্সালেট জাতীয় স্টোনের সমস‌্যা থাকলে দুধ বা দুগ্ধজাতীয় কিছু খাবেন না।
  • ফলের রস খাবেন না। কারণ ফ্রুকটোজ ইউরিক অ‌্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়।

সম্ভাব্য ডায়েট চার্ট –
ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার মিলিয়ে মোট ক্যালোরি ১৬০০ ক‌্যালোরি যুক্ত খাবার খাবেন।
প্রোটিন = ৬০ গ্রামের বেশি নয়।
ফ‌্যাট = ৪৫ গ্রামের মধ্যে।

[আরও পড়ুন: হাত বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী, SSKM হাসপাতালে শ্রবণক্ষমতা ফিরবে ৫০ শিশুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement