shono
Advertisement

শিক্ষকদের প্রেরণাতেই প্রতিবন্ধকতা পেরনোর স্বপ্ন দেখে এই কিশোর

শারীরিকভাবে অক্ষম হওয়ার কারণে কোনদিন স্কুলে যাওয়ার সুযোগ পায়নি সে৷ The post শিক্ষকদের প্রেরণাতেই প্রতিবন্ধকতা পেরনোর স্বপ্ন দেখে এই কিশোর appeared first on Sangbad Pratidin.
Posted: 10:24 PM Sep 05, 2016Updated: 07:17 PM Sep 05, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  কেরালার ১৬ বছরের কিশোর মহম্মদ মুজাম্মিল জন্মগত এক বিরল ব্যাধিতে আক্রান্ত৷ স্বাভাবিক চলাফেরায় ইতি টানতে হয়েছে তার পেশী সংক্রান্ত সমস্যার জন্য৷ কিন্তু তাতে তার পড়াশুনায় একটুও বাধা পড়েনি৷ নেপথ্যে রয়েছেন সরকারি স্কুলের দুই শিক্ষক যাঁরা নিজেদের ব্যস্ততার ফাঁকে মুজাম্মিলকে সাহায্য করে চলেছেন প্রতিনিয়ত৷

Advertisement

মহম্মদের মা জানিয়েছেন, ছোটবেলা থেকেই নতুন কিছু শেখার তাগিদ ছিল তার৷ কিন্তু শারীরিকভাবে অক্ষম হওয়ার কারণে কোনওদিন স্কুলে যাওয়ার সুযোগ পায়নি সে৷ হাঁটাচলা তো দূরের কথা, নিজের হাতে খেতেও পারে না৷ তার দিন কাটে অনলাইন ভিডিও, সোশ্যাল নেটওয়ার্কিংয়ে নতুন কোনও আপডেটের খোঁজে৷ তাঁর স্কুলে যাওয়ার স্বপ্নপূরণ করতে পারেননি বলে তার মা বেশ হতাশ হয়ে পড়েছিলেন৷ কিন্তু তখনই দুই সরকারি শিক্ষক, সুরেন্দ্রন এ ও মুমতাজ টি সাহায্যের হাত বাড়িয়ে দেন মুজাম্মিলের দিকে৷

মুমতাজ টি জানান, স্কুলে মুজাম্মিলের মতো ছাত্রদের পড়ানোর মতো পরিকাঠামো নেই৷ কিন্তু তিনি চান, ভবিষ্যতে মুজ্জামিলকে স্কুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা হোক৷ যাতে তার মতো পড়ুয়াও উচ্চশিক্ষার পাঠ পায়৷

কম্পিউটার মুজাম্মিলের সবচেয়ে প্রিয়৷ তার নতুন ল্যাপটপটিও তাঁর শিক্ষকদের তরফ থেকে উপহার পাওয়া৷ যদিও সেটা ব্যবহার করতে শিখেছে সে নিজেই, এমনটাই সগর্বে দাবি করছেন তাঁর শিক্ষকরা৷

তার এলাকার সরকারি স্কুলের প্রধানশিক্ষকও তাকে যথেষ্ট সাহায্য করেছেন৷ স্কুলের কুইজ প্রতিযোগিতায় যোগ না দিতে পারার দুঃখ ভোলাতে ১৫ জন ছাত্রকে নিয়ে মহম্মদের বাড়িতেই আরও একবার কুইজের আয়োজন করেন তিনি৷ সেই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হতে পেরে খুশি মহম্মদ৷

 

The post শিক্ষকদের প্রেরণাতেই প্রতিবন্ধকতা পেরনোর স্বপ্ন দেখে এই কিশোর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement