shono
Advertisement
Intimate Cloth

'অন্তরঙ্গ' অন্তর্বাসেই জমবে খেলা, সঙ্গীকে কাবু করার নতুন কায়দা শিখে নিন

এই পোশাকেই না হয় রোজ রাতে বিছানায় ঝড় উঠুক।
Published By: Akash MisraPosted: 08:50 PM Jun 05, 2024Updated: 09:00 PM Jun 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধরে নিন আপনার শরীর ঠিক বাজির মতো। যার রয়েছে লম্বা একটা সোলতে। আর যৌনতা হল সেই দেশলাই কাঠি, যা বিস্ফোরণ ডেকে আনে। ভাবছেন, যৌনতার গল্পে বাজি কাব্য কেন? ধীরে বৎস, ধীরে। কারণ, সবুরে আদর বাড়ে। আর এই সবুরের অপর নামই ইন্টিমেট আন্ডারওয়্যার বা অন্তরঙ্গ অর্ন্তবাস!

Advertisement

ব্যাপারটা একটু বিশদে বলা যাক বরং। গোটা দুনিয়াতেই অন্তরঙ্গ অন্তর্বাস নিয়ে নানা রিসার্চ পর্ব চলে। বড় বড় ফ্যাশন ব্র্যান্ডও তাঁদের তালিকায় নিয়ে এসেছে বাহারি অন্তরঙ্গ অন্তর্বাস। যৌন বিশেষজ্ঞরা বলছেন, যৌনক্রিয়ার শুরুতেই বাজিমাত করতে, অন্তরঙ্গ অন্তর্বাসের বিকল্প নেই। ধীরে ধীরে শরীরী খেলায় মাততে এই পোশাক সোলতে আগুনের মতোই কাজ করবে। কিন্তু পাশ্চত্যে এর ব্যবহার অতিমাত্রায় থাকলেও, আমাদের দেশে কিন্তু এই পোশাক এখনও বেশ পিছিয়ে। হয়তো কেউ কেউ মনের ভিতর লুকিয়ে থাকা ফ্যান্টাসিকে পূরণ করতে গোপনে কিনে থাকেন এসব পোশাক। তবে সেই সংখ্যাটা বেশ কমই। তাই অন্তরঙ্গ অন্তর্বাস নিয়ে চর্চা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু যৌনতা এখনও আমাদের কাছে একটা ট্যাবু, তাই এসব নিয়ে আলোচনা গোপনেই থাকে।

[আরও পড়ুন: ফোন হারিয়ে দিশাহারা? ব্যক্তিগত ছবি, তথ্যকে সুরক্ষিত রাখবে আপনার ‘বন্ধু’ Google ]

যৌন বিশেষজ্ঞরা বলছেন, যৌনক্রিয়াকে দীর্ঘ করতে এবং বিশেষ করে আরও নিবিড় করতে অন্তরঙ্গ অন্তর্বাস দারুণ কাজ দেয়। কেননা, এই পোশাক তৈরি করা হয় পুরুষ ও মহিলার শরীরী আকর্ষণকে মাথায় রেখেই।

১) নিপলস প্লে ব্রা- অন্তরঙ্গ অন্তর্বাসের মধ্যে সবচেয়ে সুপারহিট হল 'নিপলস প্লে ব্রা'। এই পোশাক অনেকটা সুইম স্যুটের মতো। পুরুষসঙ্গীকে স্তনের দিকে আর্কষিত করতে এই স্যুট এমনভাবে তৈরি হয়, যেখানে স্তন এবং স্তনবৃন্ত স্পষ্ট হয়। এই পোশাক মূলত তৈরি হয় লেদারের। কারণ এর ফলে মেয়েদের শরীরী কাঠামো স্পষ্ট হয়।

 

২) ডিক স্ট্র্যাপ- এই পোশাক একেবারেই পুরুষের জন্য। এই পোশাকটি পুরুষদের ফ্রেঞ্চির মতো হলেও, এখানে ব্য়বহার করা হয় পাতলা স্ট্র্যাপ। যে স্ট্র্য়াপ পুরুষাঙ্গকে শুধুই সাপোর্ট দেয়। আর খুব স্বচ্ছ কাপড়ে ঢাকা থাকে লিঙ্গ। এই পোশাক মূলত তৈরি হয় নেট দিয়ে।

 

৩) ভ্যাজাইনা ফ্রক- সমীক্ষা থেকে জানা গিয়েছে, পুরুষরা কিন্ত এই পোশাক ভীষণই পছন্দ করেন। আর তাই তো পাশ্চাত্যের মহিলারা অনেকেই যৌনক্রিয়ার সময় এই পোশাকটি পরেন। এক্ষেত্রে পুরো শরীরই অনাবৃত থাকে। আর শুধুমাত্র স্ত্রীলিঙ্গকে আড়াল করে রাখে এই ফ্রকটি। একেবারে সুতির কাপড়েই তৈরি হয় এই ফ্রকটি। অনেক ব্র্যান্ড আবার এই পোশাকে চেনও ব্যবহার করে থাকে।

 

 

৪) নাইট ইজ টু ইয়ং- এই পোশাক মূলত শিফন বা নেটের হয়ে থাকে। হাঁটু উচ্চতার এই পোশাকে নিতম্বের অংশ থাকে একেবারে নেটে ঢাকা। আর কাঁধে থাকে পাতলা স্ট্রিপ। স্তনের জায়গাতেও থাকে নেটের আবরণ। বিশেষজ্ঞরা বলছেন, মেয়েদের রাত পোশাকে নাইট ইজ টু ইয়ং একেবারেই সুপারহিট। এই পোশাকের হাতছানি কিন্তু যেকোনও পুরুষকে কাবু করতে ওস্তাদ।

বোরিং যৌনজীবনকে রঙিন করতে সঙ্গীকে উপহার বা নিজেই কিনে নিতে পারেন এসব পোশাক। এই পোশাকেই না হয় রোজ রাতে বিছানায় ঝড় উঠুক।

[আরও পড়ুন: ডায়েট করছেন? বৃষ্টিভেজা দিনে চাল ছাড়াই কম ক্যালোরির খিচুড়ি বানান, রইল ভিন্ন রেসিপি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার