shono
Advertisement
Allu Arjun

'মিথ্যে বলছেন আল্লু অর্জুন!' পদপিষ্টের ভিডিও দেখিয়ে মুখ্যমন্ত্রীর দাবিতে 'সিলমোহর' পুলিশের

'পদপিষ্টের ঘটনার পরও হল ছাড়তে চাননি আল্লু', ভিডিও প্রকাশ্যে এনে চাঞ্চল্যকর দাবি পুলিশের।
Published By: Sandipta BhanjaPosted: 09:29 PM Dec 22, 2024Updated: 09:29 PM Dec 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি দাবি করেছিলেন, পুলিশের অনুমতি ছাড়াই 'পুষ্পা ২'র প্রিমিয়ারে গিয়েছিলেন আল্লু অর্জুন (Allu Arjun)। শুধু তাই নয়, পদপিষ্টের ঘটনার পরও তিনি প্রেক্ষাগৃহ থেকে বেরতে চাইছিলেন না। পুলিশকেই বাধ্য হয়ে দক্ষিণী সুপারস্টারকে থিয়েটার থেকে বের করে আনতে হয়। রবিবার পদপিষ্টের ঘটনার ভিডিও প্রকাশ্যে এনে মুখ্যমন্ত্রীর চাঞ্চল্যকর দাবিতেই একপ্রকার 'সিলমোহর' বসাল হায়দরাবাদ পুলিশ।

Advertisement

তাহলে কি আল্লু অর্জুনের মন্তব্যেই অসঙ্গতি? ঠিক বলেছিলেন রেবন্ত রেড্ডি? উঠছে প্রশ্ন। এদিন পুলিশের তরফে প্রকাশ্যে আনা ১০ মিনিটের ভিডিওতে দেখা গিয়েছে, আল্লুকে কড়া নিরাপত্তা বেষ্টনীতে প্রেক্ষাগৃহ থেকে বের করছে পুলিশ। এর আগে অভিনেতা জেরায় দাবি করেছিলেন, ঘটনার কিছুক্ষণের মধ্যেই তিনি ওই হল ছেড়ে বেরিয়ে গিয়েছেন। তবে ওই ভিডিও অনুযায়ী, সেদিন মাঝরাত অবধি ঘটনাস্থলেই ছিলেন আল্লু অর্জুন। বারবার পুলিশের অনুরোধ সত্ত্বেও তিনি বেরতে চাননি। সেই ভিডিওতেই পুলিশের তরফে দাবি করা হয়েছে, তাঁরা আগেভাগেই প্রেক্ষাগৃহের ম্যানেজমেন্ট কমিটির কাছে লিখিতভাবে নির্দেশ দিয়েছিলেন, আল্লু অর্জুন যেন না আসেন। তবে প্রিমিয়ারে আসার পুলিশি ছাড়পত্র না পেয়েও সেদিন সেখানে গিয়েছিলেন অভিনেতা। পুলিশের দাবি, পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে রাত ৯.৪৫ নাগাদ। সেই পরিস্থিতি সামাল দিতে যখন হলে বাইরে নাকাল পুলিশ, তখন চিক্কাড়পল্লীর এসিপি প্রথম আল্লু অর্জুনকে খবরটা দেওয়ার চেষ্টা করেন। তবে সন্ধ্যা হল কমিটির তাঁকে অভিনেতার কাছে পৌঁছতে দেননি। তখন রাত ১০.৪৫। পুলিশ জানিয়েছে, দক্ষিণী সুপারস্টার বেরতে না চাওয়ায় তাঁর ম্যানেজারকে বোঝানো হয় যে একজন মহিলার মৃত্যু হয়েছে। এরপরই হল ছাড়েন 'পুষ্পা'। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

এদিকে রবিবারই দক্ষিণী সুপারস্টারের জুবিলি হিলসের বাড়ির সামনে হানা দেয় উন্মত্ত জনতা। সেই ভয়ানক পরিস্থিতির দৃশ্য সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। সেখানেই দেখা গেল, একদল মানুষ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন। কেউ বা আবার বাড়ির পাঁচিলের উপর উঠে ঢিল ছুঁড়ছেন ভিতরে। একদল আল্লুর কুশপুতুল পোড়াচ্ছেন। এই ঘটনা প্রকাশ্যে আসার মাত্র ১ ঘণ্টা আগেই আল্লু অর্জুন সোশাল মিডিয়ায় ভক্তদের শান্ত থাকার পরামর্শ দিয়েছিলেন।

এদিকে সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনা নিয়ে শনিবারই সরগরম হয়েছিল তেলেঙ্গানার বিধানসভা। নাম না করেই সুপারস্টার আল্লু অর্জুনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন (AIMIM) দলের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি। তাঁর দাবি, পদপিষ্ট মহিলার মৃত্যুর খবরে নাকি হেসে উঠে আল্লু বলেছিলেন, “এবার সিনেমা হিট।” সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে আকবরউদ্দিনের ভিডিও শেয়ার করা হয়। সেখানে তেলেঙ্গানার বিধায়ককে বলতে শোনা যায়, “আমি ওই বিখ্যাত ফিল্মস্টারের নাম নিতে চাই না। কিন্তু আমার খবর অনুযায়ী, যখন সেই ফিল্মস্টারকে জানানো হয় প্রেক্ষাগৃহের বাইরে পদপিষ্টের ঘটনা ঘটেছে। দুটি শিশু পড়ে গিয়েছে, একজন মহিলার মৃত্যু হয়েছে, তখন ওই ফিল্মস্টার হেসে বলেছিলেন, এবার তাহলে সিনেমা হিট হয়ে যাবে। এত কিছুর পরও তিনি গোটা সিনেমা দেখেন ও যেতে যেতে ভিড়ের দিকে হাত নেড়ে অভিবাদন জানান। এর পর আবার তিনি বার্তা দিচ্ছেন যে সরকার জুলুম করছে… তিনি তো গিয়ে আহতদের খোঁজ নেওয়ার প্রয়োজনও বোধ করেননি।” তাঁর মন্তব্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার আল্লু অর্জুনের বাড়ির সামনে পাথর ছুঁড়ে হামলা। তাহলে কি সেই ঘটনা এবার রাজনৈতিক দিকে মোড় নিচ্ছে?

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • খ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি দাবি করেছিলেন, পুলিশের অনুমতি ছাড়াই 'পুষ্পা ২'র প্রিমিয়ারে গিয়েছিলেন আল্লু অর্জুন।
  • শুধু তাই নয়, পদপিষ্টের ঘটনার পরও তিনি থিয়েটার ছাড়তে চাইছিলেন না।
  • 'পদপিষ্টের ঘটনার পরও হল ছাড়তে চাননি আল্লু', ভিডিও প্রকাশ্যে এনে চাঞ্চল্যকর দাবি পুলিশের।
Advertisement