সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে ফের করোনা আক্রান্তের সংখ্যায় বড়সড় বৃদ্ধি। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে COVID-19 আক্রান্ত হয়েছেন প্রায় ৩৮ হাজার মানুষ। গত সোমবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন ৪০ হাজারের বেশি মানুষ। তবে সে তুলনায় মঙ্গল এবং বুধবার পরপর দুদিন আক্রান্তের সংখ্যাটা খানিকটা হলেও কম। তাছাড়া আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হারও।
বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৭ হাজার ৭২৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লক্ষ ৯২ হাজার ৯১৫ জন। এদের মধ্যে ৭ লক্ষ ৫৩ হাজার ৫০ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শুধু গত ২৪ ঘন্টাতেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৩০ হাজার মানুষ। যা স্বস্তি দিচ্ছে কেন্দ্রকে। এখনও চিকিৎসাধীন ৪ লক্ষ ১১ হাজার ১৩৩ জন। সংক্রমণের নিরিখে এখনও বিশ্বে তৃতীয় স্থানে ভারত। উপরে শুধুমাত্র আমেরিকা এবং ব্রাজিল।
[আরও পড়ুন: ভারতে কত হতে পারে অক্সফোর্ডের সম্ভাব্য ভ্যাকসিনের দাম? ইঙ্গিত দিল সেরাম ইনস্টিটিউট]
আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬৪৮ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ২৮ হাজার ৭৩২ জনে। এদিকে গত কয়েক সপ্তাহে উল্লেখযোগ্য হারে বেড়েছে করোনা পরীক্ষার সংখ্যাও। ইতিমধ্যেই দেশে ১ কোটি ৪৭ লক্ষের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ৪৩ হাজারের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে।
The post দেশে মোট করোনা আক্রান্ত ১২ লক্ষ ছুঁইছুঁই, সুস্থ হয়েছেন সাড়ে ৭ লক্ষের বেশি মানুষ appeared first on Sangbad Pratidin.