সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চব্বিশ ঘণ্টা আগেই তাঁকে বাদ দিয়েছিল পর্তুগাল দল। জানিয়ে দিয়েছিল পরের দু’ম্যাচে দলে থাকবেন না তাদের পোস্টার বয়। এ বার হয়তো স্পনসরও হারাতে চলেছেন তিনি। তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ধর্ষণ বিতর্কে অভিযুক্ত রোনাল্ডোর জীবনে টেনশনের চোরাস্রোত চলতেই থাকল। ব্রিটিশ মিডিয়ার দাবি, রোনাল্ডোর সঙ্গে চুক্তি বাতিল করতে পারে তাঁর প্রধান দুই স্পনসর নাইকি ও ইএ।
[ধর্ষণে অভিযোগের জের, পরের দুই ম্যাচে বাদ রোনাল্ডো]
২০০৯-তে লাস ভেগাসের হোটেলে ক্যাথরিন মায়োরগা নামক এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে সিআর সেভেনের বিরুদ্ধে। মায়োরগা কয়েক দিন আগেই দুঃখপ্রকাশ করেন। এক সাক্ষাৎকারে তিনি ক্ষোভে ফেটে পড়ে তদন্তের দাবি করেন। আবার জানান সেই ভয়ংকর অভিজ্ঞতার যন্ত্রণা থেকে আজও পুরোপুরি মুক্তি পাননি তিনি। লাস ভেগাস পুলিশও জানায় তারা সেই মামলার ফাইল আবার খোলা হবে। বির্তকের প্রভাব পড়তে চলেছে রোনাল্ডোর স্পনসর-সাম্রাজ্যে। বিখ্যাত কিট প্রস্তুতকারক সংস্থা নাইকির সঙ্গে রোনাল্ডোর আজীবন চুক্তি আছে। যা প্রায় ১ বিলিয়ন পাউন্ডের। কিন্তু এই ঘটনার পর নাইকির তরফ থেকে জানানো হয়েছে তারা তদন্ত করবে। এক নাইকি মুখপাত্র বললেন, “আমরা খুবই চিন্তিত এই সমস্ত অভিযোগ নিয়ে।”
[ছন্নছাড়া ফুটবল, ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচেও বিশ্রী হার এটিকের]
শোনা যাচ্ছে রোনাল্ডোর সঙ্গে চুক্তি বাতিল করতে চলেছে নাইকি। যে পথে হাঁটতে পারে ইএ-ও। প্রতি বছরই ফিফা নামক ভিডিও গেম তৈরি করে ইএ। রোনাল্ডো যে সংস্থার এখন প্রধান মুখ। কিন্তু ইএ-র কর্তারাও জানিয়ে দেন তাঁরা এমন কোনও অ্যাথলিটের সঙ্গে যুক্ত হতে চান না যাদের জন্য সংস্থার ভাবমূর্ত খারাপ হতে পারে। জাতীয় দল থেকে বাদ পড়লেও রোনাল্ডোর পাশে দাঁড়াল তার ক্লাব জুভেন্তাস। যাদের মতে দল থেকে বাদ দেওয়া হবে না রোনাল্ডোকে। শনিবার সেরি আ-তে জুভেন্তাসের সামনে উদিনেসে। ক্লাবের এক সূত্রের মতে আলেগ্রিকে জানানো হয়েছে যাতে রোনাল্ডোকে দলে রাখা হয়। নিজেদের টুইটার অ্যাকাউন্টে জুভেন্তাস পোস্ট করে, ‘রোনাল্ডোর পেশাদারিত্বের শ্রদ্ধা করি আমরা। দশ বছর আগে কী হয়েছিল সেটার জন্য ওর প্রতি আমাদের ধারণা পাল্টাবে না।’ জুভেন্তাসের এই টুইটের পর আবার সমালোচনার ঝড় ওঠে। জনৈক ফুটবলপ্রেমীদের মতে এই জুভেন্তাস বাঁচানোর চেষ্টা করছে রোনাল্ডোকে। একজন ফুটবলপ্রেমী পোস্ট করেন, ‘জুভেন্তাস খুব খারাপ একটা টুইট করল। এত খারাপ ঘটনাকে সমর্থন জানাচ্ছে কী করে?’ মায়োরগার যাবতীয় অভিযোগ অস্বীকার করে রোনাল্ডো অবশ্য পোস্ট করেন, ‘আমার নামে সব মিথ্যে বলা হচ্ছে।’
The post ধর্ষণ কাণ্ডে আরও বিপাকে রোনাল্ডো, চুক্তি বাতিল করতে পারে স্পনসররা appeared first on Sangbad Pratidin.