shono
Advertisement

‘মোহনবাগান সমর্থকদের আবেগ দেখেছি, এবার স্বপ্নের জার্সিতে ডার্বি খেলব’, সই করে বলছেন অনিরুদ্ধ

ক'বছরের চুক্তি করলেন মোহনবাগানের সঙ্গে?
Posted: 05:52 PM Jun 23, 2023Updated: 05:52 PM Jun 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের অন্যতম সেরা সেন্ট্রাল মিডিও অনিরুদ্ধ থাপা (Anirudh Thapa) এবার খেলবেন মোহনবাগানে (Mohun Bagan)। অনিরুদ্ধের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে সবুজ-মেরুন। তিনি মোহনবাগানে যোগ দেওয়ায় জুয়ান ফেরান্দোর মাঝমাঠের শক্তি বাড়ল অনেকটাই।

Advertisement

চেন্নাইয়িন এফসি-র হয়ে গত পাঁচ মরশুম খেলেছেন অনিরুদ্ধ। সেন্ট্রাল মিডিও হিসেবে খেললেও অ্যাটাকিং থার্ডে তিনি সমান সাবলীল। ঠিকানা লেখা পাস বাড়ানোয় সমান দক্ষ। তাঁর সবচেয়ে বড় গুণ হল যে কোনও ফর্মেশনের সঙ্গে মানিয়ে নিতে পারেন তিনি। অনিরুদ্ধ থাপা বলছেন, “মোহনবাগান গতবারের চ্যাম্পিয়ন। মোহনবাগানের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি সত্যিই খুশি। ভারতীয় ফুটবলে সবুজ-মেরুন জার্সির ঐতিহ্য এবং প্রভাব অপরিসীম। সেই জার্সি পরে খেলতে নামব ভেবে রোমাঞ্চিত হচ্ছি।”

[আরও পড়ুন: ডুরান্ড কাপ শুরু ৩ আগস্ট, বাংলার তিন মাঠে হবে খেলা]

 

ডার্বিতে খেলার স্বপ্ন দেখতেন অনিরুদ্ধ। সেই স্বপ্ন এবার পূরণ হবে তাঁর। অনিরুদ্ধ বলছেন, “কলকাতা ভারতীয় ফুটবলের হাব। যেদিন থেকে খেলা শুরু করেছি, সেদিন থেকেই শুনতাম ডার্বির কথা। আমি যখন ছোটবেলায় পৈলান অ্যারোজে খেলতাম বা কল্যাণীর অ্যাকাডেমিতে অনুশীলন করতাম, তখন ডার্বি থাকলেই যুবভারতীতে গিয়ে খেলা দেখতাম। গ্যালারিতে বসে মোহনবাগান সদস্য-সমর্থকদের আবেগ দেখতাম। সবাই বলতেন, ডার্বি খেলতে হলে তারকা হতে হয়। সেই স্বপ্ন এবার আমার পূরণ হবে। বিশ্বাস করুন ভাবতেই পারছি না, হাজার-হাজার সমর্থকদের সামনে আমি মাঠে নামব। সবুজ-মেরুন পতাকা, ব্যানার আর আবির নিয়ে ওরা আসবেন আমাকে এবং আমাদের দলকে সমর্থন করতে।”

ডার্বির সঙ্গে সঙ্গে আরও দুটো লক্ষ্য রয়েছে অনিরুদ্ধের। গতবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। অনিরুদ্ধ বলছেন, ”সেই ধারাটা ধরে রাখতে হবে। মোহনবাগান এবার আরও শক্তিশালী। এবার এএফসি কাপে খেলার সুযোগ আমাদের সামনে। দেশের জার্সিতে একাধিকবার আন্তর্জাতিক ম্যাচে জয়ের স্বাদ পেয়েছি। এবার সবুজ-মেরুন জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ জেতার চ্যালেঞ্জ।”

মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর কোচিং স্টাইল বেশ পছন্দ অনিরুদ্ধর। তিনি বলছেন, ”জুয়ান ফেরান্দোর খেলানোর স্টাইল আমি জানি। উনি বল ধরে খেলতে বলেন। আক্রমণাত্মক ফুটবল পছন্দ করেন। এবারের মোহনবাগান তারকা সমৃদ্ধ দল। দলের বেশিরভাগ ফুটবলারই ফেরান্দোর স্টাইল জানে। আমাকে সেটা রপ্ত করতে হবে। কোচের স্ট্র্যাটেজির সঙ্গে খাপ খাইয়ে নিজের জায়গাটা পাকা করতে হবে। আমি আশাবাদী আমার স্বপ্নের জার্সিতে খেলতে নেমে আমি সাফল্য পাবই।”

[আরও পড়ুন: দশ বছর আগে আজকের দিনেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত, জাদেজা করলেন নস্ট্যালজিক পোস্ট]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement