shono
Advertisement

এশিয়াডে ইতিহাস, প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে সোনা জিতলেন ভিনেশ ফোগাট

এশিয়াডে ভারতের দ্বিতীয় সোনা। The post এশিয়াডে ইতিহাস, প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে সোনা জিতলেন ভিনেশ ফোগাট appeared first on Sangbad Pratidin.
Posted: 07:06 PM Aug 20, 2018Updated: 09:30 PM Aug 20, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দঙ্গল’ কন্যা গীতা ফোগাট এবং ববিতা ফোগাটরা এখন গোটা বিশ্বের কাছেই পরিচিত। এবার ওই পরিবারেরই আরেক সদস্য আন্তর্জাতিক সার্কিটে সোনালি সফর শুরু করলেন। এশিয়ান গেমসে ইতিহাস গড়লেন গীতা, ববিতার খুড়তুতো বোন ভিনেশ ফোগাট। প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে এশিয়াডে সোনা জিতলেন ভিনেশ। মহিলাদের ৫০ কেজি ফ্রি-স্টাইল বিভাগে সোনা জিতে নতুন ইতিহাস লিখলেন ভিনেশ। সেই সঙ্গে সঙ্গে এশিয়াডে দ্বিতীয় সোনা চলে এল ভারতের ঝুলিতে। দ্বিতীয় দিনে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ৫।

Advertisement

 

[বন্যাবিধ্বস্ত পরিবার, এশিয়ান গেমসে পদক নিশ্চিত করে নজির সাতাঁরুর]

ফাইনাল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ভিনেশ। জাপানি প্রতিপক্ষ ইউকি ইরিকে কার্যত উড়িয়ে দিলেন হরিয়ানার মেয়ে। শুরুতেই ৪-০ তে লিড নিয়ে নেন তিনি। এরপর জাপানি রেসলার কামব্যাক করার চেষ্টা করলেও তা বিফলে যায়। শেষ পর্যন্ত ৬-২ পয়েন্টের ব্যবাধানে ম্যাচ জিতে নেন ভিনেশ। ভিনেশই প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে এশিয়াডে সোনা জিতলেন।

[বারবণিতাদের সঙ্গে রাত কাটিয়ে এশিয়ান গেমস থেকে বহিষ্কৃত চার খেলোয়াড়]

এর আগে দিনের শুরুতে জোড়া মেডেল এসেছিল শুটিং থেকে। ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জেতেন দীপক কুমার। ছেলেদের ট্র্যাপ শুটিংয়ে এল আরেকটি পদক। রুপো জেতালেন লক্ষ্য শোরিয়ান। অল্পের জন্য পদক হাতছাড়া মানবজিত সিং সিধুঁর।

তিনটি পদক জিতলেও দ্বিতীয় দিনে একাধিক হতাশার খবর এসেছে ভারতীয় শিবিরে। সেমিফাইনালে গিয়েও হেরে গিয়েছেন অলিম্পিকে পদকজয়ী রেসলার সাক্ষী মালিক। শূন্য হাতে ফিরতে হয়েছে তাঁকে। ভারতের পুরুষ ব্যাডমিন্টন দল প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে। ছিটকে গিয়েছে ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দলও।

The post এশিয়াডে ইতিহাস, প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে সোনা জিতলেন ভিনেশ ফোগাট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement