shono
Advertisement

ম্যাচ জিতে উচ্ছ্বাস দেখিয়ে শাস্তির মুখে লখনউয়ের আবেশ খান, জরিমানা ডু প্লেসিরও

এক উইকেটে ম্যাচ জেতে লখনউ সুপার জায়ান্টস।
Posted: 01:51 PM Apr 11, 2023Updated: 01:51 PM Apr 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাড্ডাহাড্ডি ম্যাচের শেষ বলে এসে সিঙ্গেল নিয়েছেন। তাঁর রানে ভর করেই ম্যাচ জিতেছে দল। কোনওমতে ম্যাচ শেষ করেই উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে হেলমেট আছড়ে ফেলেন আবেশ খান (Avesh Khan)। সোমবার আরসিবি বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচের পর এহেন আচরণের জেরে শাস্তির মুখে পড়েছেন পেসার। অন্যদিকে, শাস্তির মুখে পড়েছেন আরসিবি অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিও (Faf De Plesis)।

Advertisement

২১৩ রানের টার্গেট তাড়া করতে গিয়ে বেশ সুবিধাজনক জায়গায় পৌঁছে গিয়েছিল লখনউ (Lucknow Super Giants)। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়ে যান দলের ইনিংসের হাল ধরা নিকোলাস পুরান। তারপর থেকেই পরপর উইকেট পড়তে থাকে তাদের। শেষ পর্যন্ত ৯ উইকেট খুইয়ে ২১২ রান তোলে লখনউ। জয়ের জন্য শেষ বলে মাত্র এক রান দরকার ছিল কে এল রাহুলদের।

[আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, হতাশ আন্দোলনকারীরা]

প্রচণ্ড চাপের মধ্যেই ব্যাট করতে নামেন ১১ তম ব্যাটার আবেশ খান। নেমেই এক বলে এক রান তোলার দরকার ছিল তাঁর। তবে শেষ বলে রান নিতে পারেননি আবেশ। উইকেটকিপারের পাশ দিয়ে বলটি বেরিয়ে যায়, ফলে বাই হিসাবে একটি রান যোগ হয়ে যায় লখনউয়ের স্কোরকার্ডে। ম্যাচ জিতেই হেলমেট খুলে মাটিতে আছড়ে ফেলেন আবেশ। সেই কারণেই আইপিএলের আচরণ বিধি ভাঙার জন্য শাস্তির মুখে পড়বেন আবেশ। তবে আপাতত তাঁকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে, শেষ মুহূর্তে ম্যাচ হাতছাড়া হওয়ার পর মাঠের বাইরেও সমস্যায় পড়লেন আরসিবি (RCB) অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিস। মন্থর ওভার রেটের কারণে তাঁকে জরিমানা করা হয়েছে। মরশুমে প্রথমবার এই ভুল করেছে আরসিবি, তাই নূন্যতম জরিমানার মুখে পড়লেন ফ্যাফ। ১২ লক্ষ টাকা জরিমানা গুণতে হবে আরসিবি অধিনায়ককে।

[আরও পড়ুন: মেয়ে মোবাইলে আসক্ত, ফোন কেড়ে নেন বাবা-মা, অভিমানে ৭ তলা থেকে ঝাঁপ কিশোরীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement