shono
Advertisement

‘কোহলির কাছ থেকে অনেককিছু শিখেছি’, মহারণের আগে বিরাট বন্দনায় বাবর আজম

বাবরের ফর্ম চিন্তায় রাখবে ভারতীয় দলকে।
Posted: 03:22 PM Aug 31, 2023Updated: 03:44 PM Aug 31, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের (Asia Cup 2023) উদ্বোধনী ম্যাচেই বাবর আজমের (Babar Azam) ধামাকা। ১৩১ বলে ঝকঝকে ১৫১ রান করেন পাক অধিনায়ক। মুলতানের এই দুরন্ত দেড়শোর পরে বাবর আজমের মুখে বিরাট বন্দনা। ২০১৯ সালে বাবর আজম ও বিরাট কোহলির মধ্যে সাক্ষাৎ হয়েছিল। আর সেই সাক্ষাৎ বাবরকে সমৃদ্ধ করেছিল।

Advertisement

সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বাবর আজম বলেন, ”আমি কোহলির কাছ থেকে অনেক কিছু শিখেছি। কোহলির মতো একজন বড় মাপের ক্রিকেটার যদি কারও সম্পর্কে কিছু বলে তা আত্মবিশ্বাস বাড়ায়। এটা আমার কাছে গর্বের ব্যাপার।” 

[আরও পড়ুন: ‘মাদার অফ অল ব্যাটল’-এর আগে দার্শনিক মেজাজে হার্দিক, কী বললেন?]

বছর চারেক আগে বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে সাক্ষাৎ হয়েছিল বাবর আজমের। তখন কোহলি দুরন্ত ছন্দে ছিলেন। সেই সময়ে কোহলির কাছ থেকে পরামর্শ পান বাবর আজম। সেই প্রসঙ্গে পাক অধিনায়ক বলছেন, ”২০১৯ সালে কোহলির সঙ্গে যখন দেখা হয়েছিল, তখন কেরিয়ারের চুড়োয় ছিল বিরাট। এখনও দারুণ ছন্দে রয়েছে কোহলি। ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে বেশ কিছু প্রশ্ন করেছিলাম বিরাটকে। ও আমাকে দীর্ঘক্ষণ ধরে উত্তর দিয়েছিল। বিরাটের কাছ থেকে পাওয়া পরামর্শ আমাকে সাহায্য করেছিল।”

 

নেপালের সঙ্গে প্রথম ম্যাচেই বাবর আজমের ব্যাট ঝলসে উঠেছে। ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ভারতের। বাবর আজমের ফর্ম কিন্তু ভাবাচ্ছে ভারতীয় দলকে। চিন্তায় রাখছে টিম ইন্ডিয়াকে।

[আরও পড়ুন: দৃষ্টিহীন মহিলা সমর্থকের সঙ্গে ছবি তুলে ফের মন জিতলেন রোনাল্ডো, দেখুন ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement