সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকা বুকে ব্যথা হওয়ায় শনিবার হাসপাতালে ভরতি করতে হল সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। এদিন সকালে হঠাৎই মাথা ঘুরে পড়ে যান তিনি। বিসিসিআই প্রেসিডেন্ট আচমকা অসুস্থ হয়ে পড়ায় চিন্তায় পরিবার ও ঘনিষ্ঠ মহল।
কয়েকদিন ধরেই কাজের চাপ যাচ্ছিল। রাতে ঠিক মতো ঘুমও হয়নি। শোনা যাচ্ছে, জিম করার সময় বুকে ব্যথা অনুভব করেন তিনি। তারপরই এক মুহূর্ত দেরি না করে তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। অম্বলও হয়েছিল তাঁর। মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে তাঁর বলেই জানা গিয়েছে। হার্টে ব্লকেজ পাওয়া গিয়েছে এবং দুটি স্টেন্ট বসানো হবে বলেই খবর।
[আরও পড়ুন: তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন শাকিব আল হাসান, নতুন বছরের শুরুতেই দিলেন সুখবর]
একেবারে সুস্থই ছিলেন সৌরভ। দৈনন্দিন সমস্ত কাজ-কর্ম করছিলেন। সম্প্রতি রাজভবনে গিয়েছিলেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে। হঠাৎই জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) সঙ্গে সৌরভের সাক্ষাৎ নিয়ে শুরু হয়ে যায় জোর জল্পনা। তবে কি রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন দাদা? কারণ বিজেপিতে তাঁর যোগ দেওয়া নিয়ে আগে থেকেই জল্পনা চলছিল। তাই রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাওয়ায় সেই জল্পনা নতুন করে উসকে যায়। যদিও দাদা সাফ জানিয়ে দেন, একেবারেই সৌজন্যমূলক সাক্ষাৎ। আসলে রাজ্যপাল কখনও ইডেন গার্ডেন্স দেখেননি, তাই তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন। সেই ঘটনার পর সৌরভ উড়ে গিয়েছিলেন দিল্লি। ফিরোজ শাহ কোটলায় অরুণ জেটলির মূর্তি উন্মোচনে এক মঞ্চে দেখা গিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সৌরভকে। যদিও এরপরও গেরুয়া শিবিরে মহারাজের যোগ দেওয়া নিয়ে জল্পনা জিইয়েই থাকে। কিন্তু এরই মধ্যে বছরের শুরুতেই এমন খবরে উদ্বিগ্ন তাঁর পরিবার।
সৌরভ করোনায় আক্রান্ত কি না, তাও পরীক্ষা করে দেখা হবে বলে খবর। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন প্রত্যেকেই। টুইট করে তাঁর সুস্থতা প্রার্থনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়কে ফোন করে সৌরভের খবর নিয়েছেন অমিত শাহও।