সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের বিশ্বকাপের নতুন সংযোজন কী? সকলেই জানেন ভিএআর বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি৷ অফসাইড বোঝা থেকে পেনাল্টি কিংবা হ্যান্ডবলের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এখন থেকে মাঠের রেফারিরা প্রযুক্তির সাহায্য নিতে পারেন৷ তবে তা নিয়ে বিতর্কও দেখা দিয়েছে৷ একইরকম হ্যান্ডবলের ক্ষেত্রে দু’জন রেফারির দু’রকম সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে৷ ভিএআর-এর সঠিক প্রয়োগ নিয়েও প্রশ্ন উঠেছে৷ তবে এই ভিএআর বিশ্বকাপে নতুন হতে পারে, বাঙালির কাছে নয়৷ বাঙালি কিশোররা সেই আটের দশকেই জানত ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির কাজ৷
[ আর্জেন্টিনার বিপর্যয়ের দিনেও আলোচনার শীর্ষে চুম্বনরত ‘ভগবান’ ]
কিন্তু কীভাবে? আটের দশকে ঘরে ঘরে টেলিভিশনের রমরমা শুরু হয়নি৷ শৈশব-কৈশোর তখনও মোবাইল বা ভিডিও গেমে বন্দি হয়ে যায়নি৷ সে দিনকালে কল্পনার মুক্তি ছিল বইয়ের পাতাতেই৷ আর শিশুমন শান্তি পেত কমিক্সে৷ অনেকেরই মনে পড়বে ‘রোভার্সের রয়’ কমিক্সটির কথা৷ সেখানে রয়ের ফুটবল খেলায় অফসাইডের সিদ্ধান্ত নিয়ে যদি সংশয় দেখা দিত, তবে ফিলমের সুবিধা নেওয়ার কথা লেখা ছিল৷ সে সময়ে যাঁরা কিশোর ছিলেন আজ তাঁরা অনেকেই প্রৌঢ়৷ কিন্তু স্মৃতির দরজায় কড়া নাড়লে সেই সব দিনের জলছবি স্পষ্ট হয়ে উঠতে পারে৷ রোভার্সের রয়-ও মনে পড়ে যেতে পারে৷ এবং তখনই স্পষ্ট হবে সেই আটের দশকে বাঙালিই সম্ভবত প্রথম খেলায় প্রযুক্তি ব্যবহারের কথা ভেবেছিল৷ হ্যাঁ, ময়দানে না হলেও মগজে৷
[ বিয়ের সাজেই বল পায়ে মাঠে নামলেন রুশ সুন্দরীরা, তারপর… ]
আর যদি মনে না পড়ে! কুছ পরোয়া নেই৷ নস্ট্যালজিয়ার ঝাঁপি খুলতে সাহায্য করেছেন তনুময় নস্কর৷ সোশ্যাল মিডিয়া তিনিই কমিক্সের একটি পাতা শেয়ার করে উসকে দিয়েছেন স্মৃতি৷ প্রত্যাশিতভাবেই স্মৃতিকাতর বাঙালি৷ আজ যে ভিএআর নিয়ে এত চর্চা, যে কৈশোরের করপুটে সেদিন ছিল, তা মনে করেই আনন্দ পাচ্ছেন অনেকেই৷ ‘আনন্দমেলা’র পাতাতেই দীর্ঘদিন টানা প্রকাশিত হয়েছে এই কমিক্স৷ আজ সবই স্মৃতি৷ আজকের প্রজন্মের কাছে হয়তো এই পাতার গুরুত্ব বুঝিয়ে তোলা সম্ভব নয়৷ তবু বাঙালি যে কল্পনায় দড়, হলদে হয়ে এ পাতা যেন তাই-ই প্রমাণ করছে৷
The post VAR নতুন নয়, আটের দশকে শুধু বাঙালিরাই জানত এর প্রয়োগ! appeared first on Sangbad Pratidin.