shono
Advertisement

Cricket World Cup 2023: গতবারের ফাইনালের পুনরাবৃত্তি দিয়ে শুরু বিশ্বকাপ, প্রথম ম্যাচে অনিশ্চিত ৩ নায়ক

৪ বছর আগের হারের বদলা নিতে পারবে নিউজিল্যান্ড।
Posted: 11:01 AM Oct 05, 2023Updated: 05:47 PM Oct 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল: সে এক রুদ্ধশ্বাস পরিণতি। সুপার ওভারের শেষ বলে ম্যাচের ভাগ্য নির্ধারণ। বাউন্ডারি নিয়মে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ঠিক তার উলটো মেরুতে দাঁড়িয়ে হারের হতাশায় ডুবে পরাজিত নিউজিল্যান্ড। এমন ফাইনাল আগে কখনও দেখেনি বিশ্বকাপ। দেখেনি ক্রিকেটবিশ্ব। চার বছর আগের দৃশ্যগুলো কি হঠাৎ ফ্ল্যাশব্যাকে ফিরে আসছে? সামনে যে আবারও একটা বিশ্বকাপ। আমেদাবাদে যার বোধনের প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। কী আশ্চর্য সমাপতন, আজ বিশ্বকাপের(Cricket World Cup 2023) উদ্বোধনী ম্যাচে পরস্পরের মুখোমুখি সেই ইংল্যান্ড-নিউজিল্যান্ড, গতবারের দুই ফাইনালিস্ট টিম!

Advertisement

বদলার আগুনে কি জ্বলছে নিউজিল্যান্ড (New Zealand)? বিশ্বকাপ শুরুর ২৪ ঘণ্টা আগে ‘ক্যাপ্টেনস ডে’-মিটে প্রশ্নটা ছুঁড়ে দেওয়া হয়েছিল ২০১৯-র সেই কাপ-ফাইনালে পরাভূত নিউজিল্যান্ড স্কিপার কেন উইলিয়ামসনকে (Kane Williamson)। একই স্টেজে তখন বসে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের প্রাক্তন ও বর্তমান অধিনায়ক ইয়ন মর্গ‌্যান (Eoin Morgan) এবং জস বাটলার। শান্ত উইলিয়ামসন উত্তর দিতে বিন্দুমাত্র দেরি করেননি। পোড়খাওয়া কিউয়ি দলপতি বলেছেন, “দু’টো বিশ্বকাপের মধ্যে চার বছরের ব্যবধান। দু’টো ভিন্ন পরিস্থিতি। আলাদা দেশ। কোনও মিল নেই। দল বদলেছে, মুখ বদলেছে। তবে আমরা নিজেদের স্টাইল অফ ক্রিকেট থেকে সরে আসিনি। কারণ সেরা পারফরম্যান্স তুলে ধরতে সেটাই আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। তার উপর নির্ভর করে আমরা এবার বিশ্বকাপের (ICC World Cup) সব চ্যালেঞ্জ জিততে চাই।”

[আরও পড়ুন: সরকারি হাসপাতালের শৌচাগার থেকে সদ্যোজাতর দেহ উদ্ধার, নিরাপত্তা নিয়ে প্রশ্ন]

বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এই কেনই হতে পারতেন নিউজিল্যান্ডের ইংল্যান্ড-বধের চালিকা শক্তি। কিন্তু কিউয়ি শিবিরের জন্য দুঃসংবাদ, সম্পূর্ণ ফিট না হয়ে ওঠায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলতে পারছেন না উইলিয়ামসন। তার পরিবর্তে দলকে প্রথম ম্যাচে নেতৃত্ব দেবেন টম লেথাম। শুধু কেন নন, প্রথম ম্যাচে নিউজিল্যান্ড পাচ্ছে না দলের আরেক অভিজ্ঞ তারকা টিম সাউদিকেও। এই ইংল‌্যান্ডের কাছে হেরে বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ ঘটলেও বদলার ভাবনা নিয়ে তাঁরা মাঠে নামবেন না স্পষ্ট করে দিয়েছেন ল‌্যাথাম। বলেছেন, “চার বছর আগের সঙ্গে এখনকার পরিস্থিতির মিল নেই। নিজেদের দক্ষতা অনুযায়ী খেলতে পারলে, বিশ্বের যে কোনও দলকে আমরা হারাতে পারি। আগামীকাল আমাদের সামনে সুযোগ বিশ্বের অন্যতম সেরা দলকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার।” বিশ্বকাপের ঠিক আগে দু’টি ওয়ার্ম আপ ম্যাচে ডেভন কনওয়েরা যে আগুনে ফর্মের ইঙ্গিত দিয়ে রেখেছেন, তারপর স্বপ্ন দেখতেই পারেন ব্ল্যাক ক্যাপস অনুরাগীরা।

[আরও পড়ুন: ঘর শত্রু বিভীষণ! বিজেপির রাজ্য নেতৃত্বকে নিশানা করে বিস্ফোরক অনুপম]

বিশ্বকাপ অভিযান শুরুর আগে চোট আতঙ্কে ভুগছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড শিবিরও। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেন স্টোকসের খেলা নিয়ে সংশয় চিন্তায় ফেলে দিয়েছে জস বাটলারকে। ইংল্যান্ড অধিনায়ক বলেছেন, “বেনের হালকা চোট রয়েছে। তাই বাংলাদেশের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে ও খেলেনি। ফিজিওরা আপ্রাণ চেষ্টা করছে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে ওকে সুস্থ করে তুলতে। ফিট না থাকলে ওকে নিয়ে ঝুঁকি নেব না।” স্বাভাবিক। গতবার স্টোকসই (Ben Stokes) তো একা বিশ্বকাপটা ইংল্যান্ডের হাতে তুলে দিয়েছিলেন। তবে ধারেভারে আগের চেয়েও এই ইংল্যান্ড অনেক বেশি শক্তিশালী। সবমিলিয়ে পুনরাবৃত্তি নাকি প্রতিশোধ, বিজয়ীর হাসি কার? ইংল্যান্ড নাকি নিউজিল্যান্ড? উত্তরের অপেক্ষা আর কিছু সময়ের।

আজ টিভিতে
ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড
আমেদাবাদ, দুপুর ২.০০
সম্প্রচার স্টার স্পোর্টস নেটওয়ার্কে

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement