shono
Advertisement

কোন দল কাকে নিতে পারে? কার হাতে কত টাকা? IPL নিলামের আগে জেনে নিন খুঁটিনাটি

কাদের পেতে ঝাঁপাতে পারে কেকেআর?
Posted: 10:59 AM Feb 18, 2021Updated: 11:45 AM Feb 18, 2021

স্টাফ রিপোর্টার: গ্লেন ম্যাক্সওয়েল, দাউইদ মালান, মইন আলি, স্টিভ স্মিথ। চেন্নাইয়ে আজ আইপিএল (IPL) মিনি নিলামে উপরের চার জনই মুখ্য আকর্ষণ হতে চলেছেন। বিরাট সংখ্যক কোনও ক্রিকেটার এবারের নিলামে উঠছেন না। সব মিলিয়ে ২৯২ জন। সকাল থেকে নিলামের আসর বসারও এবার কোনও সম্ভাবনা নেই। বসছে দুপুর তিনটে থেকে। আটটা ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে ৬১-টা স্লট পূর্ণ করার ব্যাপার রয়েছে। সবচেয়ে বেশি ফাঁকা স্লট বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমে। মোট এগারোটা ফাঁকা স্লট ভর্তি করতে হবে কোহলিদের (Virat Kohli)। হাতে ৩৫.৪ কোটি টাকা নিয়ে। আর সবচেয়ে কম স্লট সানরাইজার্স হায়দরাবাদের হাতে। পড়ে মাত্র তিনটে স্লট। টাকাও বেশি নেই। ১০.৭৫ কোটি। সবচেয়ে বেশি অর্থ রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবের (পরিবর্তিত নাম পাঞ্জাব কিংস) কাছে। ৫৩.২০ কোটি টাকা। যা দিয়ে ন’টা স্লট তাদের ভর্তি করতে হবে।

Advertisement

এক নজরে কোন দলের কী অবস্থা:
মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians):
কী চায়: বিদেশি ফাস্ট বোলার, অভিজ্ঞ স্পিনার
কাদের নিতে পারে: রিচার্ডসন, জেসন বেহেরনডফ, কাইল জেমিসন, পীযুষ চাওলা, হরভজন সিং, শিবম দুবে, নাথান কুল্টার-নাইল
টাকা পড়ে: ১৫.৩৫ কোটি

রাজস্থান রয়্যালস (Rajasthan Royals):
কী চায়: ফাস্ট বোলার, অলরাউন্ডার, ব্যাটসম্যান
কাদের নিতে পারে: স্টিভ স্মিথ, জেসন রয়, অ্যালেক্স হেলস, দাউইদ মালান, ম্যাক্সওয়েল, মরিস, শিবম দুবে, মইন আলি, জেসন বেহেরনডফ, কাইল জেমিসন
টাকা পড়ে: ৩৭.৮৫ কোটি

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore):
কী চায়: টপ অর্ডার ব্যাটসম্যান, ব্যাটিং অলরাউন্ডার
কাদের নিতে পারে: দাউইদ মালান, স্মিথ, ম্যাক্সওয়েল, মরিস, শাকিব আল হাসান, কেদার যাদব, শাহরুখ খান
টাকা পড়ে: ৩৫.৪০ কোটি
সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hydrabad):
কী চায়: ব্যাক আপ বিদেশি পেসার
কাদের নিতে পারে: জেসন বেহেরনডফ, কাইল জেমিসন
টাকা পড়ে: ১০.৭৫ কোটি
চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings):
কী চায়: বিদেশি ব্যাটসম্যান, অলরাউন্ডার, বিদেশি ফাস্ট বোলার
কাদের নিতে পারে: স্মিথ, ম্যাক্সওয়েল, জেসন রয়, মইন আলি, জেসন বেহেরনডফ, কাইল জেমিসন, জলক সাক্সেনা, কে গৌতম
টাকা পড়ে: ১৯.৯০ কোটি
দিল্লি ক্যাপিটলস (Delhi Capitals):
কী চায়: ব্যাটিং অল-রাউন্ডার
কাদের নিতে পারে: মরিস, ম্যাক্সওয়েল, শিবম দুবে
টাকা পড়ে: ১৩.৪ কোটি
পাঞ্জাব কিংস (Punjab Kings):
কী চায়: ব্যাটিং, বোলিং অলরাউন্ডার, ডেথ বোলার
কাদের নিতে পারে: মইন আলি, শাকিব আল হাসান, দাউইদ মালান, রিচার্ডসন, কাইল জেমিসন, উমেশ যাদব, হরভজন সিং
টাকা পড়ে: ৫৩.২০ কোটি
কেকেআর (KKR):
কী চায়: রাসেল, নারিনের ব্যাক আপ
কাদের নিতে পারে: শাকিব আল হাসান, রবি বোপারা, ড্যান ক্রিশ্চিয়ান, কেদার যাদব, হিম্মত সিং, শাহরুখ খান
টাকা পড়ে: ১০.৭৫ কোটি

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement